ভুলে যান দীঘার ভিড়! শান্তির খোঁজে পাড়ি দিন উত্তরবঙ্গের এই গ্রামে, মুগ্ধ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : এখনো মার্চ মাস শেষ হয়নি। তার আগেই গরম তার ব্যাটিং শুরু করে দিয়েছে। সকালবেলা বাইরে বেরোলে হাঁসফাঁস অবস্থা হচ্ছে বঙ্গবাসীর। এই গরমকালে আমরা অনেকেই পাহাড়ে ঘুরতে (Weekend Tour) যেতে ভালোবাসি। কিন্তু পাহাড়ে যাওয়ার অনেক সময় সাপেক্ষ ও খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আমরা তাই আজ আপনাদের এমন একটি জায়গার কথা বলব যেখানে আপনারা খুব কম খরচে ছুটি কাটিয়ে আসতে পারেন।

আমরা কথা বলছি দাওয়াইপানি (dawaipani) গ্রামকে নিয়ে। এই গ্রামটি দার্জিলিংয়ের (Darjeeling) কাছেই অবস্থিত। এই গ্রামে বিশেষ ভিড়ভাট্টা নেই। ফলে নির্জনতা আপনাকে সঙ্গী দেবে। শান্ত পাহাড়ের গায়ে গড়ে উঠেছে ছবির মত এই গ্রামটি। বেশি ঘর বাড়ি দেখা যায় না এই গ্রামে। অধিকাংশ মানুষ চাষবাস করে দিন চালান।

এই গ্রামের নামকরণের পিছনেও রয়েছে অদ্ভুত এক কারণ। হিন্দিতে দাওয়াই মানে ওষুধ, আর পানি মানে জল। দুই মিলে হয় ওষুধের জল। স্থানীয়রা মনে করেন, এই গ্রামের জল খেলে সব অসুখ সেরে যায়। এই গ্রাম থেকে আপনি দেখা পেতে পারেন কাঞ্চনজঙ্ঘার।

প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই গ্রামে রয়েছে ঘুম মনেসট্রি। এছাড়াও তাকদা, লামাহাট্টা এবং রঙ্গারুন অবস্থিত দাওয়াইপানির কাছে। লামাহাট্টার ইকোপার্ক ও তাকদার ভেতর বিরাট অর্কিড গার্ডেন আপনার মন ভালো করে দেবে। পুরনো ব্রিটিশ বাংলো এখানকার অন্যতম আকর্ষণের জায়গা। এখানে রয়েছে বেশ কিছু চা বাগান।

Dawaipani

দাওয়াইপানি যেতে হলে প্রথমে আপনাকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে হবে। সেখান থেকে গাড়ি করে সরাসরি পৌঁছাতে পারেন দাওয়াইপানি। এই গ্রামটি শিলিগুড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। বেশ কিছু হোটেল, হোম স্টে রয়েছে এই গ্রামে। কম খরচে ও নির্জনতার মধ্যে আপনি কিছুদিনের জন্য ঘুরে আসতে পারেন ছোট্ট এই পাহাড়ি গ্রাম থেকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর