এই ফান্ডে ৯ জুলাইয়ের মধ্যে বিনিয়োগ করলে পেয়ে যাবেন ১ লক্ষ টাকা, রইল বিস্তারিত তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ আপনি কি আপনার টাকা সঠিকভাবে বিনিয়োগ করার কথা ভাবছেন, আর তার জন্য খুঁজছেন একটি সত্যিকারের লাভজনক পরিকল্পনা? তাহলে আপনি অবশ্যই বেছে নিতে পারেন আইটিআই মিউচুয়াল ফান্ডের(ITI Mutual Fund) ডায়নামিক বন্ড(Dynamic Bond) স্কিমটি। প্রসঙ্গত উল্লেখ্য, এখনো পর্যন্ত বাজারে প্রায় ১২ টি মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে আইটিআই-এর। যার মধ্যে আইটিআই মাল্টি ক্যপ ফান্ড, আইটিআই লং টার্ম ইকুইটি ফান্ড, আইটিআই ওভারনাইট ফান্ড, আইটিআই লিকুইড ফান্ড বেশ সুপরিচিত।

কোভিডের সময় এমনিতেই চলছে অর্থনৈতিক টানাপোড়েন। আর তাই এ সময় অত্যন্ত দেখেশুনে তবেই বিনিয়োগ করা দরকার। আর সেই কারণেই আইটিআই ডায়নামিক বন্ড আপনার পক্ষে হয়ে উঠতে পারে উপযুক্ত। জানিয়ে রাখি এই এনএফওতে বিনিয়োগ করার শেষ দিন জুলাই মাসের ৯ তারিখ। এর ন্যূনতম অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট ৫০০০ টাকা, সঙ্গে রয়েছে এক টাকার গুনক।

সংস্থার পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ফান্ডের লক্ষ্য হল সমস্ত মানি মার্কেট ইন্সট্রুমেন্টস এবং অ্যাক্টিভ পোর্টফলিও ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার আয়কে সর্বাধিক করে তোলা। এই ফান্ড সেই সমস্ত স্ট্র্যাটিজি অনুসরণ করবে যাতে একজন বিনিয়োগকারী সর্বাধিক সুবিধা লাভ করতে পারেন।

সংস্থার সিইও তথা চিফ ইনভেস্টর জর্জ হাবার জোসেফ সাংবাদিকদের জানিয়েছেন, “আমরা আমাদের স্কিম এবং ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগের অনন্য অভিজ্ঞতা দিতে চাই। আইটিআই ডায়নামিক বন্ডের মাধ্যমে আমাদের উদ্দেশ্য সেই সমস্ত মানুষের প্রয়োজনের সমাধান করা যারা অল সিজন প্রোডাক্টের কথা ভাবছেন এবং মানি মার্কেটে বিনিয়োগ করে একটা ভালো আয় পেতে চাইছেন।”

 


Abhirup Das

সম্পর্কিত খবর