অমিত সরকার : ১- যদি আপনি জলদাপাড়ার বাংলো গুলোতে থাকতে চান তবে টুরিস্ট লজ আগে থেকে ভাড়া করতে হবে। ফোন নাম্বার 973 3008 795 ওয়েবসাইট www.wbtdcl.com
২ যদি আপনি জলদাপাড়ার একেবারে জঙ্গলের ভিতরে হলং লজে থাকতে চান তবে আপনাকে যেদিন যাবেন ঠিক তার এক মাস আগে রাত্রি 12 টার সময় সিট বুক করতে হবে। সিট এখানে আটটি ঘর দুটি ঘর ভিআইপিদের জন্য বাকি ছটি ঘর জনসাধারণের জন্য। দুইজন করে একটি ঘরে থাকা যায় ভাড়া প্রায় 3000 হবে একসঙ্গে অনেকগুলো ঘর অনেক জনের জন্য ভাড়া পাওয়া মুশকিল। এর ওয়েবসাইট www.wbtfcl.com
৩ এইবার আপনি যদি শুধু কার সাফারি করতে চান তবে দুপুর বারোটার আগে আপনাকে লাইনে এসে দাঁড়াতে হবে। টিকিট কাটার জন্য 4 ধাপের টিকিট বিক্রি হয় একটি সকাল 5:30 ও 7:30 পর দুপুর দুটো এবং বিকাল চারটে।
দুপুর ও বিকালের টিকিটগুলো দুপুর 12 টায় কাটা হয় এর মধ্যে আপনি যদি 6 জন যান তাহলে কার সাফারিতে টাকা লাগবে 2400টাকা। বিকেল চারটের সাফারিতে যদি যান তবে আপনাকে দিতে হবে 2750 এখানে আদিবাসীদের ফোক ডান্স দেখবার ব্যবস্থা রয়েছে।
৪ আর আপনি যদি হাতির পিঠে করে ভ্রমণ করতে চান তবে আপনাকে চারজনের জন্য 4200 টাকা, তিনজনের জন্য 3300 টাকা, দুজনের জন্য 2400 টাকা দিতে হবে।
সময় সকাল 5:30 6:30 7:30
৫ আপনি যদি শুধু কার সাফারিতে ঘুরতে চান আপনাকে দেড় ঘণ্টা ঘোরানো হবে। এর জন্য আপনাকে ফরম ফিলাপ করতে হবে নির্দিষ্ট উপরে দেওয়া টাইমে এবং এর সাথে আপনার পরিচয় পত্র হিসাবে জেরক্স অবশ্যই আনতে হবে। সাফারির জন্য অগ্রিম ভাবে ফরম নিয়ে যাওয়া বা বুকিং করার কোন ব্যবস্থা নেই
৬ এবার প্রশ্ন থাকতে পারে আপনার বাচ্চার ভাড়া লাগবে কিনা? তবে ভাল করে মনে রাখুন পাঁচ বছর বয়সের উর্ধ্বসীমা থাকলেও বাচ্চার উচ্চতা এখানে প্রাধান্য দেওয়া হয়। আপনার বাচ্চার হাইট যদি তিন ফিট হয় তবেই সাফারিতে বিনা পয়সায় ওঠার ছাড়পত্র পাবে। আপনার শিশুর বয়স কম হলেও তিনটের ঊর্ধ্বে হয় তবে আপনাকে পুরো ভাড়া গুনতে হবে।