রক্তের সম্পর্ক নেই নীতার সাথে! তবুও ইনি মুকেশের প্রিয়পাত্র, দেখুন আম্বানির চতুর্থ সন্তানকে

বাংলাহান্ট ডেস্ক : ভারত তথা বিশ্বের ধনী পরিবারগুলির অন্যতম আম্বানিরা। বিভিন্ন সময়ে এই পরিবারের সদস্যরা বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকেন। মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবার সম্পর্কে আমরা সবাই অল্পবিস্তর জানি। মুকেশ পত্নী নীতা আম্বানি সবসময় তার কাজকর্ম ও স্টাইল স্টেটমেন্টের জন্য বিখ্যাত। এই দম্পতির রয়েছে তিন সন্তান। আকাশ, অনন্ত ও ইশা।

অপরদিকে মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির পরিবারও কিন্তু বেশ বড়। অনিল আম্বানি বিয়ে করেন এক সময়ের বলিউডের নামকরা অভিনেত্রী টিনা মুনিমকে। অনিল ও টিনার রয়েছে দুই ছেলে। তাদের বড় ছেলে জয় অনশুল আম্বানিও একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। বহুকাল ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে মতভেদ রয়েছে মুকেশ ও অনিলের। কিন্তু মুকেশ যথেষ্ট ভালোবাসেন অনিলের ছেলে জয়কে অনশুলকে।

অনেকেই মুকেশের ‘চতুর্থ সন্তান’ বলে ডাকেন জয় অনশুলকে আম্বানিকে। জয় অনশুল আম্বানিও কিন্তু বেশ বিলাসবহুল জীবনযাপন করেন। গান শোনা তার অন্যতম পছন্দের বিষয়। এছাড়াও বেশ কিছু বিলাসবহুল গাড়ির সংগ্রহ রয়েছে তার। ১৯৯৬ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন জয় অনশুল। যুক্তরাজ্যের সেভেন ওকস স্কুল থেকে ২০০৯ সালে তিনি পড়াশোনা শেষ করেন।

img 20230721 112217

এরপর তিনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে। অনিল আম্বানির বড় পুত্র রিলায়েন্স ক্যাপিটালের অতিরিক্ত চেয়ারম্যান হিসেবে যোগ দেন ২০১৬ সালের ২৩ আগস্ট। পরে তিনি হন পূর্ণ সময়ের নির্বাহী পরিচালক। সি উইন্ডে পরিবারের সাথে থাকেন জয় অনশুল। মার্সিডিজ, ল্যাম্বরগিনীর মতো গাড়ির কালেকশন রয়েছে জয় অনশুলের কাছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর