ধারাবাহিক বাংলায়, কিন্তু নায়কেরা অবাঙালি! রইল বাংলা ধারাবাহিকের ৫ অবাঙালি তারকার তালিকা

বাংলাহান্ট ডেস্ক : সকাল বেলার ব্রেকফাস্ট এবং সন্ধ্যেবেলার চা সিঙ্গারার সাথে যদি বাংলা ধারাবাহিক না থাকে তাহলে যেন আড্ডাটা ঠিক জমে না। আবার বিকেল বেলা খাটের পাশে চুল এলিয়ে মা কাকিমারা বাংলা ধারাবাহিকের মাধ্যমে যেন খুঁজে পান নিজেদের । নিজের পরিবারের সাথে সাথে বাংলা ধারাবাহিকের পরিবার গুলিরও হাজারো চিন্তা গুরুতর ভাবে মাথায় নিতে দেখা যায় তাদের।

সব মিলিয়ে বাঙালির বিনোদনের সেরা ঠিকানা হল বাংলা ধারাবাহিকগুলি । তবে জানেন কি, যারা অভিনয় করছেন এই সব ধারাবাহিক গুলিতে , তাদের অনেকেই বাঙালি নন! কিন্তু তারাই দিনের পর দিন তাদের অপূর্ব অভিনয় শিল্প শৈলী দিয়ে জয় করে আসছেন আপামর দর্শককুলের মন। তাদের দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে তারা বাঙালি নন!

   

আসুন চিনে নিই এই অবাঙালি তারকাদের:

হানি বাফনা (Honey Bafna) : স্টার জলসা ও জি বাংলা সিরিয়ালের বিগত কয়েক বছর ধরে বেশ পরিচিত মুখ হানি বাফনা।‘বকুল কথা’, ‘প্রথমা কাদম্বিনী’ এবং ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন বাংলা টেলি জগতের অন্যতম এই হ্যান্ডসাম নায়ক। এই অভিনেতার জন্ম কলকাতায় হলেও আদতে তিনি মারোয়ারী জৈন পরিবারের সন্তান।

ঋষি কৌশিক (Rishi Koushik) : ঋষি কৌশিক বর্তমান যুগের অন্যতম এক সফল অভিনেতা। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বেশ কয়েক বছর ধরে অভিনয় করছেন বাংলা সিরিয়ালে।‘ইষ্টিকুটুম’ সিরিয়ালের সাংবাদিক থেকে ‘এখানে আকাশ নীল’ এর উজান, যেকোনো ভূমিকায় সমানে লড়াই করে যাচ্ছেন তিনি।অসমের তেজপুরে একটি অবাঙালি পরিবারে জন্ম হয় এই জনপ্রিয় অভিনেতার।

নেহা আমনদীপ (Neha Amandeep) : জি বাংলার ‘স্ত্রী’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শককূলের মন জিতে নেন নেহা। বর্তমানে এই অভিনেত্রীকে পর্দায় দেখা না গেলেও এখনো অনেক দর্শকের মধ্যে গেঁথে আছেন পাঞ্জাবী পরিবারে জন্ম নেওয়া এই অভিনেত্রী।

ভরত কল (Bharat Kaul) : বাংলা চলচ্চিত্র ও সিরিয়ালের অন্যতম পুরনো মুখ ভরত কল। পজিটিভ কিংবা নেগেটিভ যেকোনো চরিত্রে দর্শকের কাছে সমান জনপ্রিয় তিনি। টুকটুকে ফর্সা বিখ্যাত এই অভিনেতার জন্ম এক কাশ্মীরি পন্ডিত পরিবারে।

ক্রুশল আহুজা (Krushal Ahuja) :‘কী করে বলবো তোমায়’,‘রানু পেল লটারি’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন কুশল। বর্তমানে বাংলার পাশাপাশি অভিনয় করছেন হিন্দি টেলি জগতেও। কলকাতায় বড় হওয়া ক্রুশল আহুজা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর