বাংলা হান্ট ডেস্কঃ মধ্যযুগে নিজের অসাধারণ পান্ডিত্যের জন্য রীতিমত বিখ্যাত ছিলেন চাণক্য (Aacharya Chanakya)। রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান প্রভৃতি সমস্ত বিষয়েই তার অসামান্য দক্ষতার জন্য আজও তাঁকে সম্ভ্রমের সঙ্গে স্মরণ করে মানুষ। এমনকি রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রে অসামান্য দক্ষতার জন্য তাকে ‘ভারতের মেকিয়াভেলি’ বলেও ডাকা হয়। চাণক্য যেমন একাধিক সমস্যার সমাধান দিয়ে গেছেন, তেমনি এমন অনেক সমস্যার কথাও বলে গেছেন যা থেকে মানুষের দূরে থাকা দরকার। আজ সেই ধরনের কিছু নীতির কথাই আমরা আলোচনা করব।
তিন ধরনের মানুষ যারা সর্প প্রকৃতিরঃ
চাণক্যের মতে, তিন ধরনের মানুষ থেকে দূরে থাকা উচিত কারণ তারা সাপের থেকেও ভয়ঙ্কর। তাঁর মতে একজন বন্ধু যিনি সর্বদা মিথ্যা কথা বলেন, একজন স্ত্রী যিনি ঝগড়ুটে এবং মন্দভাষী এবং একজন ভৃত্য যে প্রতারক তাদের থেকে সর্বদা মানুষের দূরে থাকা উচিত। তিনি তাদের সাপের সঙ্গে তুলনা করেছেন এবং যে মানুষ এ ধরনের মানুষের সাথে বাস করে তিনি যে কোন সময় বিপদে পড়তে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
যে স্থানে মানুষের থাকা উচিত নয়ঃ
চাণক্যের মতে, যেখানে তোমার কোনও আত্মমর্যাদা নেই সেখানে কখনোই বাস করা উচিত নয়। যেখানে তুমি কোনও জীবিকার সঙ্গে যুক্ত হতে পারবেনা, তোমার কোনও বন্ধু থাকবে না, তোমার কোনও মানসিক উত্তরণ হবে না সেই স্থান পরিত্যাগ করা উচিত।
কোন স্থানে থাকা উচিতঃ
চাণক্যের মতে, সেই স্থানকে সঠিক স্থান বলা যাবে যেখানে পাঁচজন এমন মানুষ রয়েছেন যাদের একজন রাজা, একজন শাস্ত্রজ্ঞ পন্ডিত ব্রাহ্মণ, একজন সম্পদশালী, একজন নদী বিদ্যায় পারদর্শী এবং একজন চিকিৎসক।
অর্থ কিভাবে ব্যবহার করবেনঃ
আচার্য চাণক্যের মতে, অর্থ ব্যবহারের ক্ষেত্রে মানুষের সব সময় যত্নশীল হওয়া উচিত। সমস্যার সমাধানে, স্ত্রী, পরিবারের সুরক্ষায় অর্থ ব্যবহারে কোনরকম কার্পণ্য করা উচিত নয়।
কিভাবে মানুষকে পরীক্ষা করবেনঃ
আচার্য চাণক্যের মতে, একজন কর্মী অধঃস্তন কর্মী বা ভৃত্য স্থানীয় ব্যক্তিকে তখন প্রলোভিত করার চেষ্টা করা উচিত যখন সে কাজ করছে না। আত্মীয়কে পরীক্ষা করা উচিত দুঃসময়ে। যখন আপনার সময় ভালো যাচ্ছে না, তখন পরীক্ষা করা উচিত স্ত্রীকে। আর যখন আপনি বিপরীত পরিস্থিতিতে রয়েছেন তখন পরীক্ষা করা উচিত বন্ধুকে।