কালসর্প জীবনে ভয়ঙ্কর খারাপ সময় নিয়ে আসে, বিশদে জানুন এই কালসর্প যোগ সম্মন্ধে

বাংলাহান্ট ডেস্কঃ ‘কাল’ শব্দের অর্থ ‘মৃত্যু’ আর ‘সর্প’ অর্থাৎ সর্পিলাকৃতি। কাল ও সর্প একত্রিত হলে তা, কোনও ব্যক্তির জীবনে ভয়ঙ্কর খারাপ সময় নিয়ে আসে। জ্যোতিষ বলে কালসর্পযোগের নেপথ্যে রাহু ও কেতুর ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে পুরানের ব্যাখাটি হল স্বরভানু নামে এক অসুর সমুদ্র মন্থনের সময়ে অমৃত আস্বাদন করেছিল। তার মুণ্ড ছিন্ন করেন মোহিনীরূপী বিষ্ণু। কিন্তু তার ছিন্নমুণ্ড ও ধড় অমৃতপানের ফলে অমরত্ব লাভ করে। মুণ্ডটি রাহু এবং দেহটি কেতু নামে পরিচিত হয়ে মহাবিশ্বে ঘুরে বেড়াতে থাকে। কেতুর দেহকে সর্পিল বলে কল্পনা করা হয়।

images 12 2

বলা হয় কোনও ব্যক্তির জন্মকুণ্ডলিতে রাহু ও কেতুর অবস্থান বিন্দু দু’টির মাঝখানে যদি বাকি গ্রহগুলি আটকে পড়ে, তাঁর কালসর্পযোগ হয়। তবে সব ক্ষেত্রে এই যোগ সমান নয়। ৭টি কালসর্প যোগের কথা জানা যায়

অনন্ত কালসর্প যোগ- লগ্নে রাহু এবং সপ্তমে কেতু। কুলিকা কালসর্প- দ্বিতীয়ে রাহু এবং অষ্টমে কেতু। বাসুকী কালসর্প- তৃতীয়ে রাহু এবং নবমে কেতু। বাসুকী কালসর্প- তৃতীয়ে রাহু এবং নবমে কেতু। শঙ্খপাল কালসর্প- চতুর্থে রাহু এবম দশমে কেতু। পদ্ম কালসর্প- পঞ্চমে রাহু এবং একাদশে কেতু। মহাপদ্ম কালসর্প- ষষ্ঠে রাহু আবং দ্বাদশে কেতু। তক্ষক কালসর্প- সপ্তমে রাহু এবং প্রথমে কেতু।

অর্থ সংকট থেকে শুরু করে পারিবারিক বিবাদ, ষড়যন্ত্র থেকে মৃত্যু কালসর্প যোগের ফলে হতে পারে সব কিছুই। পরিত্রান পেতে নাগপঞ্চমীতে পূজার পরামর্শ দিচ্ছে জ্যোতিষ শাস্ত্রবিদরা । সেইসঙ্গে বাড়িতে কালসর্প যন্ত্র টাঙানোর নির্দেশও দিয়ে থাকেন।

 

সম্পর্কিত খবর