বাড়িতে আছে সোনা, ফেলে না রেখে আয় করুন হাজার হাজার টাকা, দুরন্ত সুযোগ দিচ্ছে SBI

বাংলা হান্ট ডেস্কঃ আজকালকার দিনে ঘরে সোনা (Gold) রাখা মোটেই নিরাপদ নয়, তাই অনেকেই সোনার অলংকার ব্যাংকের লকারে রাখতে বেশি পছন্দ করেন। এবার তাদের জন্যই বড় সুযোগ নিয়ে এল এসবিআই। এসবিআইয়ের (SBI) নতুন স্কিম অনুযায়ী এবার ফিক্সড ডিপোজিটের মতই সোনা রেখেও সুদ আয় করতে পারবেন আপনি। এক্ষেত্রে ন্যূনতম ১০ গ্রাম সোনা থেকে শুরু হচ্ছে এই অফার।

অর্থাৎ অতি অল্প পরিমাণে সোনা রেখেও সুদ পাবেন আপনি এবং সময়মত আপনার সোনা নিরাপদে ব্যাংক থেকে ফেরত নিয়ে আসতে পারবেন। আসুন আরও বিস্তারিত দেখে নেওয়া যাক এই স্কিম সম্পর্কে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমের নাম রিভ্যাম্পড গোল্ড ডিপোজিট স্কিম বা R-GDS।

   

কত বছরের জন্য রাখতে পারবেন সোনাঃ

ভারতীয় স্টেট ব্যাংকের তরফে জানানো হয়েছে এই স্কিমে মেয়াদ সম্পর্কিত তিনটি ভাগ রয়েছে। স্বল্পমেয়াদী, মাঝারি মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সময়সীমা ১-৩ বছর, মাঝারি মেয়াদী আমানতের ক্ষেত্রে সময়সীমা  ৫-৭ বছর এবং দীর্ঘ মেয়াদি আমানতের ক্ষেত্রে সময়সীমা ১২-১৫ বছর। মনে রাখবেন আপনার আমানতের ন্যূনতম পরিমাণ হতে হবে ১০ গ্রাম।

কোন ক্ষেত্রে সুদের হার কতঃ

স্বাভাবিকভাবেই এক্ষেত্রে যত বেশি দিনের জন্য সোনার ডিপোজিট রাখবেন আপনি ততোই সুদের হার বাড়বে। আপনি যদি এক বছরের জন্য সোনা ডিপোজিট রাখেন সেক্ষেত্রে বার্ষিক সুদের হার হবে ০.৫০%, দু’বছরের জন্য রাখলে সুদের হার হবে ০.৫৫%। আপনি যদি মাঝারি মেয়াদী স্কিম গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার বার্ষিক সুদের হার দাঁড়াবে ২.২৫%। আপনি যদি দীর্ঘমেয়াদি স্কিম গ্রহণ করেন সে ক্ষেত্রে সুদের হার আরও বেশি। এক্ষেত্রে বার্ষিক ২.৫০% হারে সুদ পাবেন আপনি।

কারা করতে পারবেন আমানতঃ

ভারতীয় স্টেট ব্যাংকের তরফে জানানো হয়েছে আপাতত আমানত করতে পারবেন সেবি-র অধীনে নথিভুক্ত মিউচুয়াল ফান্ড/বিনিময়-বাণিজ্য তহবিল এবং সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান বা কেন্দ্রীয় মালিকানাধীন অন্য কোনও সম্পদ, হিন্দু বনেদি তথা অবিভক্ত পরিবার, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার। এছাড়া ব্যক্তি বা মালিকানা এবং অংশীদারিত্বের সংস্থাগুলিও সোনা ডিপোজিট করতে পারবেন।

silver gold price on 29 th september in kolkata

মেয়াদ ফুরানোর আগে সোনা তুলে নিলে হতে পারে জরিমানাঃ

জানিয়ে রাখি বিশেষ করে যারা স্বল্পমেয়াদী স্কিমে বিনিয়োগের কথা ভাবছেন যদি এক বছরের লক ইন পিরিয়ডের পর সোনা তুলে নেন সে ক্ষেত্রে সুদের হারে পেনাল্টি ধার্য করা হবে। অন্যদিকে মাঝারি মেয়াদের ক্ষেত্রে ৩ বছর এবং দীর্ঘ মেয়াদের ক্ষেত্রে ৫ বছর পর যেকোনও সময় সোনা বা তার অনুসারে উপযুক্ত মূলধন তুলে নিতে পারবেন আপনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর