উৎসবের মরশুমে Vodafone Idea-র কম দামে ধামাকা প্ল্যান, টেক্কা দেবে Jio, Airtel-কে

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন আগে পর্যন্ত টেলিকমের দুনিয়ায় প্রায় একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিল জিও। জিওর সুবিধাজনক সমস্ত রিচার্জ প্ল্যানের কাছে তেমনভাবে টিকতে পারছিলোনা অন্যান্য কোম্পানিগুলি। তবে এবার নতুন একটি প্ল্যানে জিও-কেও রীতিমতো প্রতিযোগিতার মুখে ফেলে দিল ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়ার এই প্রিপেড প্ল্যান জিও এবং এয়ারটেলের থেকেও অনেক বেশি সুবিধা পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে। যার ফলে অনেক গ্রাহকেরই প্রথম পছন্দের রিচার্জ প্ল্যান হয়ে উঠেছে ভোডাফোন আইডিয়ার এই নতুন প্ল্যানটি।

আসুন দেখে নেওয়া যাক এই প্ল্যানে কি নতুন সুবিধা দিচ্ছে ভোডাফোন আইডিয়া আর কেনই বা পিছিয়ে পড়ল জিও এবং এয়ারটেল।

ভোডাফোন আইডিয়ার ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানঃ

এই প্রিপেইড রিচার্জ প্ল্যান ব্যবহার করলে আপনি প্রতিদিন পাবেন ৪ জিবি করে ফ্রি হাই স্পিড ডাটা। এছাড়া আনলিমিটেড ফ্রি কল, প্রতিদিন ১০০ এসএমএস পাঠানোর সুবিধা তো রয়েছেই। তবে এই প্ল্যানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো উইক এন্ড ডাটা রোল ওভার। অর্থাৎ প্রতি সপ্তাহে যে পরিমাণ ডাটা বেঁচে যাবে আপনার, তা যোগ হবে পরবর্তী সপ্তাহে। এছাড়া Binge All Night- এ ব্যবহারকারীরা রাত বারোটা থেকে সকাল ছটা অবধি আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন। এর বাইরে ভিআই মুভি এবং টিভিতে অ্যাক্সেস তো রয়েছেই। জানিয়ে রাখি এক্ষেত্রে প্ল্যানের মেয়াদ ৫৬ দিন।

Untitled design 2021 08 04T202250.099

এয়ারটেলের ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যানঃ

এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের মেয়াদও ৫৬ দিন। তবে এক্ষেত্রে প্রতিদিন ২ জিবি করে ফ্রি ডাটা পাবেন গ্রাহকরা। প্রতিদিন সীমাহীন কলিং এবং ১০০ টি এসএমএসের সুবিধা তো রয়েছেই। এয়ারটেলের এই প্ল্যানটির সবথেকে বড় সুবিধা হল এক্ষেত্রে প্রতিদিন সীমাহীন কলিং এবং ১০০ টি এসএমএস পাওয়া যায়। তবে রিচার্জ প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল এক্ষেত্রে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সংস্করণ, এয়ারটেল এক্সস্ট্রিম এবং উইঙ্ক মিউজিকের বিনামূল্যে অ্যাক্সেস প্ল্যানের সাথে পাওয়া যায়।

jio down

জিওর ৪৪৪ টাকার রিচার্জ প্ল্যানঃ

জিওর এই প্ল্যানটির মেয়াদও ৫৬ দিন। এক্ষেত্রেও আনলিমিটেড ফ্রি কল, প্রতিদিন ১০০ এসএমএস পাঠানোর সুবিধা পাচ্ছেন আপনি। কবে এয়ারটেলের মতই এক্ষেত্রে প্রতিদিন ২ জিবি করে ফ্রি ডাটা পাবেন গ্রাহকরা। এছাড়া পাওয়া যাবে প্রতিটি জিও অ্যাপস অর্থাৎ জিও নিউজ, জিও সিনেমা, জিও সিকিউরিটি প্রভৃতি অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর