অপেক্ষার অবসান! দেউচা পাঁচামি নিয়ে বড় সুখবর! মমতার ঘোষণার পরেই ‘অ্যাকশন’

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই হয়েছিল ঘোষণা। দেউচা পাঁচামিতে (Deucha Pachami) বিশ্বের দ্বিতীয় বৃহৎ কয়লা খনির কাজ শুরুর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর সেই ঘোষণা মতো শুরু হয়ে গেল কাজ। গত বৃহস্পতিবার রাতে কয়লাখনির প্রস্তাবিত অঞ্চলে খনন কাজ শুরু হয়।

মমতার (Mamata Banerjee) ঘোষণার পরেই দেউচা পাঁচামিতে শুরু হল কাজ!

বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) মঞ্চ থেকে দেউচা পাঁচামিতে কাজ শুরুর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে যায় খননের কাজ। জানা যাচ্ছে, মহম্মদবাজার ব্লকে ৪ ঘণ্টা ঘরে পুলিশ সুপার এবং জেলাশাসককে নিয়ে বৈঠক করেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এরপরেই শুরু হয় খননের কাজ।

এই বিষয়ে মহম্মদ বাজারের বাসিন্দা বলেন, ‘আমরা ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। আমাদের এখানে যদি শিল্প হয়, আমাদের গ্রামের সব ছেলেদের চাকরি হবে। পাট্টা হবে… পানীয় জলের বন্দোবস্ত হবে। বিদ্যালয়, হাসপাতাল, খেলার মাঠ হবে। আমরা এই উন্নয়নকে স্বাগত জানাই। এলাকায় অর্থনৈতিক অবস্থার ভীষণ উন্নতি হবে। এটার তাড়াতাড়ি উন্নতি হোক আমরা চাই ও আজ তো আরম্ভ হচ্ছেই। দ্রুত যেন বড় আকারে কর্মসংস্থান হয়ে যায়’।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকবে আরও ১ লক্ষ ৮০ হাজার টাকা! আবাস যোজনা নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর

এদিকে দেউচা পাঁচামিতে কাজ শুরু হতেই কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে প্রশাসনও। বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, এখানকারই সব শ্রমিক কাজ করবেন। ‘আশেপাশের ৪-৫টি গ্রামের হবে। আজ থানায় বসে তাঁদেরও রেজিস্ট্রেশন চলছে’, জানান তিনি।

Mamata Banerjee

দেউচা পাঁচামির পাশাপাশি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কলকাতার বুকে তৈরি এআই হাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা যাচ্ছে, এবারের সম্মেলনে ৪০টি দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। সেই তালিকায় নাম রয়েছে রিল্যায়েন্স কর্তা মুকেশ অম্বানি থেকে সজ্জন জিন্দলের।

বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণে মমতা (Mamata Banerjee) বলেন, ‘এবার আমরা ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। সেটা ছাড়াও আরও অনেক বড় প্রকল্পের প্রস্তাব আসছে। গত ৭টি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ১৯ লক্ষ কোটির বেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। ইতিমধ্যেই ১৩ লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে। ৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। কারণ কিছু প্রকল্পে সময় লাগে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর