Dev: ‘CM এর নাম পাল্টে MP’, কুণালের কটাক্ষে পালটা দেব লিখলেন, ‘যাচাই না করে মন্তব্য না করাই ভালো’

বাংলাহান্ট ডেস্ক : ফের প্রকাশ্যে দেব (Dev) -কুণাল ঘোষ টুইট যুদ্ধ। কয়েক মাসের ব্যবধানে একই স্বাস্থ্য পরিষেবার দ্বিতীয় বার উদ্বোধন করে কুণাল ঘোষের নিশানায় আসেন দেব (Dev)। তৃণমূলের সাংসদ তারকাকে তীব্র কটাক্ষে বেঁধেন তিনি। এবার পালটা জবাব এল দেবের তরফে।

সোশ্যালে দেবকে (Dev) কটাক্ষ কুণালের

গত মার্চ মাসে ভার্চুয়ালি ঘাটালের ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ ঠা সেপ্টেম্বর সেই সেন্টারের আবারো উদ্বোধন করেন দেব (Dev)। সেই ছবি শেয়ার করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে সাংসদকে খোঁচা মেরে তিনি লেখেন, ‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ১২ মার্চ, ভার্চুয়ালি। স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪/৯ ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CMএর নাম পাল্টে MP। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক!! শুভেচ্ছা দেব’।

আরো পড়ুন : Jhilam Gupta: ‘আচমকাই আমার…’, দশ বছর বয়সে নিজের পরিবারেই যৌন হেনস্থার শিকার, বিষ্ফোরক ঝিলম

পালটা সপাট জবাব সাংসদের

কিছুদিন আগেই আরজিকর নিয়ে মুখ খুলেছিলেন দেব (Dev)। তাঁর মুখে উঠে এসেছিল কন্যাশ্রী-রূপশ্রীর নামও। নেট পাড়ার একাংশের মতে, শাসক বিরোধী মন্তব্য করাতেই কুণালের কটাক্ষ দেবের (Dev) প্রতি। এবার পালটা দিলেন সাংসদও। চাঁচাছোলা ভাষায় এবার জবাব দিলেন দেব।

আরো পড়ুন : Paran Bandopadhyay: খ্যাতির লোভ নেই, ‘বাংলার মানুষদের জন্য কাজ করব’, পরপর হিন্দি ছবি নাকচ পরাণ বন্দ্যোপাধ্যায়ের

তিনি লিখেছেন, ‘নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপারস্পেশিটি হাসপাতালে ডায়ালিসিস এর পরিষেবা আরম্ভ হয়ে গেছে, এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনও হাসপাতালে ছুটে যেতে হবেনা এবং সিটি স্ক্যান এর পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে। সবার মঙ্গল হোক!’

Dev

প্রসঙ্গত, বুধবার ঘাটাল থেকে দেব বলেছিলেন, ‘এই কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও এর কোনো মানে নেই, যদি না আমরা আমাদের দেশের মেয়েদের বাঁচাতে পারি’। এরপরেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশে দেব বলেন, তাঁর মতে কেন্দ্রের উচিত সর্বদলীয় বৈঠক ডাকা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকে বসা উচিত প্রধানমন্ত্রীর। ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার প্রয়োজন বলে মন্তব্য করেন দেব।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর