ফের বড়পর্দায় দেব-মিঠুন জুটি, কোন চরিত্রে থাববেন সুপারস্টাররা?

ফের বড়পর্দায় দেখা যাবে দেব-(Dev)মিঠুন জুটি। বছর কয়েক আগে প্রজাপতি ছবিতে বাবা ছেলের ভূমিকায় দেখা মিলেছিল তাঁদের। আবারও একবার বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করতে চলেছেন তাঁরা। জানাগিয়েছিল এই ছবির জন্য প্রথমে মিঠুনের জায়গায় প্রসেনজিৎকে ভাবা হয়েছিল। কিন্তু পরে পরিচালকরা ভরসা করেছেন জনপ্রিয় জুটিকেই। তাই ছবিতে আগমন হয় মিঠুন চক্রবর্তীর।

ছবিটির পরিচালক অভিজিৎ সেন। এর আগেও দেবের (Dev) সঙ্গে তিনটি হিট সিনেমা করেছেন তিনি। অভিজিৎ পরিচালিত টনিক, প্রজাপতি, প্রধান ছবিতে হ্যাটট্রিকের পর, এবার ‘প্রতীক্ষা’-য় দেখা মিলবে দেবের। এই ছবির জ্ঞ অবশ্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ছবির নাম শুনেই কার্যত বোঝা যাচ্ছে ছবির প্রেক্ষাপট। জানা গিয়েছে এই সিনেমাটি একটু পারিবারিক ছবি।

Dev

ফের বড়পর্দায় দেখা যাবে দেব (Dev)-মিঠুন জুটি

ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন দেব ও মিঠুন। তবে নায়িকা চরিত্রে থাকছেন ওপর বাংলার তাসনিয়া ফারিন। এর আগেও টলিউডে কাজ করেছেন তিনি। এবার আরও একবার সেই সুযোগ মিলল ফারিনের। পরিচালক জানান, ফারিনের অভিনয় তাঁর খুব পছন্দ। আর এই ছবিতে দেবের বিপরীতে নতুন মুখ আনতে চাইছিলেন তিনি। তাই ফারিনকে ছবির নায়িকা হিসেবে নির্দিষ্ট করেছেন তিনি।

প্রজাপতির মতো বাবা ছেলের ভূমিকায় মিঠুন ও দেব অভিনয় করলেও, প্রতীক্ষার গল্পের প্রেক্ষাপট একেবারে আলাদা। বর্তমানে ছবির চিত্রনাট্যের উপরেই কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই ছবির বেশিরভাগ শ্যুটিংটি হবে লন্ডনে। তবে, থাকবে কলকাতার দৃশ্যও। চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে এই সিনেমার শ্যুটিং। আর ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর