বাসন একসঙ্গে রাখলে ঠোকাঠুকি লাগবেই! ‘ককপিট’এর ঝামেলা ভুলে দেবের ‘কাছের মানুষ’ হয়ে উঠলেন প্রসেনজিৎ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একসঙ্গে একই ইন্ডাস্ট্রিতে কাজ করলে অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে মনোমালিন‍্য হওয়াটা স্বাভাবিক। অনেক সময়ে ব‍্যক্তিগত জীবনের সমস‍্যার প্রভাব পড়ে পেশাগত জীবনেও। এমনকি তা হতে পারে দুই প্রজন্মের দুই সুপারস্টারের মধ‍্যেও। প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee) ও দেবের (Dev) মধ‍্যেও এমনি বিবাদের সূত্রপাত হয়েছিল একবার, অন্তত ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরে তেমনি গুঞ্জন শোনা যায়।

তা অবশ‍্য কয়েক বছর আগের কথা। ২০১৭ সালে দেবের প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘ককপিট’। প্রযোজক হিসাবে সেটা ছিল দেবের দ্বিতীয় ছবি। ককপিটে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎও। কিন্তু ছবিটি মুক্তির পর নাকি দেব প্রসেনজিতের সম্পর্কের রসায়ন বদলে যায়।


দুই সুপারস্টারের মধ‍্যে নাকি ওই ছবির পর থেকেই মন কষাকষি শুরু হয়েছিল। সেসব অবশ‍্য অনেক আগের কথা। প্রসেনজিৎ দেবের সম্পর্ক এখন গুরু শিষ‍্যের মতোই। এর আগে ‘দেব রুক্মিনীর ‘কিশমিশ’ ছবির প্রচারে অংশ নিয়েছিলেন ‘ইন্ডাস্ট্রি’। দেবের প্রেমিকার সঙ্গে রিল ভিডিওতে রোম‍্যান্সও করেছিলেন।

এবার দেবের ‘কাছের মানুষ’ হয়ে উঠেছেন বুম্বাদা‌। আর কিছুদিন পর দূর্গাপুজোর সময়ে মুক্তি পেতে চলেছে দুজনের বহু প্রতীক্ষিত ছবি ‘কাছের মানুষ’। সদ‍্য প্রকাশ‍্যে এসেছে ছবির ট্রেলার। জীবন মৃত‍্যুর গল্পে দর্শকদের কাছের মানুষ খোঁজার ভার দিয়েছেন দেব প্রসেনজিৎ।

নন্দনে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিল ছবির গোটা টিম। কাছের মানুষ লেখা সাদা টিশার্ট আর জিন্স পরে এসেছিলেন সকলে। পাশাপাশি বসেছিলেন দেব প্রসেনজিৎ। বুম্বাদা এদিন বলেন, মিশুক যদি কোনোদিন ছবির প্রযোজক হয়ে তাঁকে অভিনয় করতে বলে আর পারিশ্রমিকও দেয়, তাহলে তিনি না করতেই পারবেন না।

দেবের সঙ্গেও তাঁর সম্পর্কটা ঠিক তেমনি বলে জানান ইন্ডাস্ট্রি। কথাতেই আছে, দুটো বাসন একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগবেই। তাঁদের সম্পর্কটাও ঠিক তেমনি। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কাছের মানুষ।

সম্পর্কিত খবর

X