চাল ৩৫ টাকা কেজি, মুসুর নাকি ‘অরেঞ্জ ডাল’! সৌরভের গুগলিতে ‘অপমানিত’ দেব-রুক্মিনী

বাংলাহান্ট ডেস্ক: রবিবার মানেই ‘দাদাগিরি’তে (Dadagiri) চাঁদের হাট। দুদিন আগেই মুক্তি পেয়েছে দেব (Dev) ও রুক্মিনী মৈত্র (Rukmini Moitra) অভিনীত ‘কিশমিশ’। সেই ছবির প্রচারেই গোটা টিমকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) সঙ্গে দাদাগিরি খেলতে এসেছিলেন দেব ও তাঁর দেবী। কিন্তু দাদাগিরিতে এসে যে এমন ‘অপমানিত’ হতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা।

মজা আর চমকে ঠাসা ছিল এদিনের পর্ব। রুক্মিনীর অনুরোধে তাঁ সঙ্গে র‍্যাম্পওয়াক, নাচ সবই করেন সৌরভ। এবার দাদার পালা। দেবের জন‍্য ছিল তাঁর বিশেষ গুগলি। কিশমিশ ছবিতে চার সময়ের চারটি লুকে দেখা যাবে অভিনেতাকে। তার মধ‍্যে একটি লুকে মুদিখানার দোকান চালাতে দেখা যাবে তাঁকে। দাদাগিরির মঞ্চে মুদিখানার দোকানটাই তুলে এনেছিলেন সৌরভ।

IMG 20220502 003440
শিশিতে চাল, হরেক রকম ডাল সাজিয়ে তাঁর প্রশ্ন, কোনটা কী আর কত দাম সেটা বলতে হবে দেবকে। শুনেই মাথায় হাত অভিনেতার! বলেই বসলেন, “এভাবে অপমানিত হব কে জানত!” কিন্তু সৌরভ তো ছাড়নে ওয়ালা নন। তাঁর বক্তব‍্য, তিনি এখনো সকালে পাজামা পাঞ্জাবি পরে, হাতে ব‍্যাগ নিয়ে বাজারে যান। অন‍্যদিকে দেব জানান, তিনি বাবা বা মায়ের হাতে টাকা দিয়েই খালাস। তাঁরাই বাজার করে আনেন।

IMG 20220502 003458
অনেক শুঁকে টুকে দেবের দাবি, চালের দাম নাকি কেজি প্রতি ৩৫ টাকা! শুনেই তো অবাক সৌরভ সহ বাকিরা। এক কেজি চালের দাম যেখানে ৫৫ টাকা, দেব বলেন কিনা মাত্র ৩৫! একই ভাবে কিশমিশের দামও ভুল বলেন দেব রুক্মিনী। আসল দামটা শুনে দুজনেরই চোখ কপালে। এখানেই শেষ নয়। মুসুর ডাল হাতে নিয়ে অভিনেত্রীর বক্তব‍্য, ওটার নাম নাকি ‘অরেঞ্জ ডাল’।

https://www.instagram.com/tv/Cc3D6juKj4V/?igshid=YmMyMTA2M2Y=

শেষে সৌরভ পরীক্ষায় ক্ষান্ত দিয়ে বলেন, “এদের দ্বারা কী হবে বোঝাই যাচ্ছে। এর বেশি করলে বিয়ের আগেই ডিভোর্স হয়ে যাবে!” বিয়ের পর দেব রুক্মিনীর সংসারের যে কী হাল হবে তা ভেবেই হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর