মালদ্বীপে আগাম হানিমুন, এত বছরের প্রেমে রুক্মিনীর সঙ্গে প্রথম এভাবে ধরা দিলেন দেব!

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের অন্যতম পাওয়ার কাপল দেব (Dev) এবং রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। তাঁদের প্রেম ইন্ডাস্ট্রির কারোরই অজানা নয়। একসঙ্গে প্রায়ই এদিক ওদিক ঘুরতে যান দুজনে। তবুও নিজেরা কখনোই স্বীকার করেন না সেকথা। ছবি শেয়ার করলেও করেন আলাদা আলাদা। ঘুরতে গিয়ে কখনোই একত্রে দেখা মেলেনি দেব রুক্মিনীর।

কিছুদিন আগেই মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দুজনে। এর আগেও এই দ্বীপরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছেন দেব রুক্মিনী। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ছবি। তবে শুধু নিজের নিজের ছবিই শেয়ার করেছিলেন তাঁরা। সঙ্গী বা সঙ্গিনীর দেখা মেলেনি তাঁদের পোস্টে। তবে এবারেরটা ব্যতিক্রম।

Rukmini dev

মালদ্বীপ ভ্রমণ শেষে কলকাতা ফিরছেন দেব রুক্মিনী। এতদিনের ট্যুরের নানান মুহূর্তের ছবি দুজনে তুলে ধরেছেন নেটমাধ্যমে। কিন্তু শেষ ছবিটায় এল বড় চমক। একসঙ্গে ধরা দিলেন দেব রুক্মিনী। দূরে সূর্যাস্তকে সাক্ষী রেখে দেবের হাত ধরে সেতু পার করছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পরের বারের পর্যন্ত’। সঙ্গে নজর তোলার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

এই প্রথম বার কোথাও ঘুরতে গিয়ে একসঙ্গে ছবি শেয়ার করলেন দেব রুক্মিনী। মুহূর্তে ভাইরাল সে ছবি। দেবের ফ্যান পেজের তরফে লেখা হয়েছে, এই তো এইবার ঠিক আছে। এই ছবিটার জন্যই অপেক্ষা করছিলাম। তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভাল লাগে। কেউ কেউ আবার সরাসরি প্রশ্ন করে বসেছেন, বিয়েটা কবে করবে দেব দা?

dev rukmini

প্রসঙ্গত, বাঘা যতীন ছবির শুটিং শেষে কিছুদিনের বিরতি নিয়ে দেব ছুটি কাটাতে গিয়েছিলেন মালদ্বীপে। অন্যদিকে রুক্মিনীরও বিনোদিনী: এক নটীর উপাখ্যান ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। তাই দুজনে মিলেই পাড়ি দিয়েছিলেন মালদ্বীপ। সেখান থেকে অনুরাগীদের জন্য এল এই উপহার।

Niranjana Nag

সম্পর্কিত খবর