জল্পনাই সত‍্যি, একযোগে করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন দেব-রুক্মিনী

বাংলাহান্ট ডেস্ক: আশঙ্কাই সত‍্যি হল। করোনা আক্রান্ত হলেন দেব (dev) ও রুক্মিনী মৈত্র (rukmini moitra)। বুধবার সকালে অভিনেতা সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। রিপোর্ট হাতে পাবেন রাতে। সেই মতো ফের সোশ‍্যাল মিডিয়ায় দেব জানান, জল্পনা সত‍্যি। বাস্তবেই করোনা আক্রান্ত  হয়েছেন তিনি।

নতুন বছরের শুরুতেই জ্বরে পড়েছেন রুক্মিনী। যদিও দুদিন আগে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু টলিপাড়ায় খবর ছড়ায় দেব রুক্মিনী করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই সোশ‍্যাল মিডিয়ায় দেব লেখেন, ‘আমার করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন এখনো পর্যন্ত মিথ‍্যে। সকালে আমি আরটি পিসিআর টেস্ট করিয়েছি। রাতে তার রিপোর্ট পাব। সকলকে ধন‍্যবাদ আমাকে নিয়ে ভাবার জন‍্য। একটা বিষয় নিশ্চিত যে আমরা যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। সিনেমা, মিছিল, মেলা, বড় জমায়েত সব পরে হতে পারে। নিজের প্রিয়জনদের যত্নে রাখুন। মাস্ক পরুন।’

IMG 20220105 151951
কিন্তু রাতেই সুর বদলে গেল দেবের। ফের টুইট করে তিনি লিখলেন, ‘ভাবার জন‍্য ধন‍্যবাদ। রিপোর্ট পেয়ে গিয়েছি। হ‍্যাঁ, আমি করোনা পজিটিভ, কিন্তু প্রায় কোনো উপসর্গই নেই। এখন বাড়িতেই আইসোলেশনে রয়েছি।’

একই খবর জানিয়েছেন রুক্মিনীও। তিনি লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। বাড়িতে আইসোলেশনে রয়েছি, পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে। এখন কঠিন সময়, তাই শক্ত থাকুন এবং মাস্ক পরুন। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। ধন‍্যবাদ।’

https://twitter.com/idevadhikari/status/1478742915589414912?t=6w9pY5Yv-B9DjQNUe4Ap9g&s=19

দেব রুক্মিনীর পাশাপাশি টলিউডের আরো অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। তালিকায় রয়েছে সৃজিৎ মুখোপাধ‍্যায়, জিৎ গঙ্গোপাধ‍্যায়, শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায়, পার্নো মিত্র, শুভশ্রী, রাজ চক্রবর্তীর মতো তারকারা। বুধবারই করোনা আক্রান্ত হওয়ার খব‍র জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ‍্যায় ও রুদ্রনীল ঘোষরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর