বড়পর্দা জয়ের পর এবার পালা ছোটপর্দার, জুটি বেঁধে বড় সারপ্রাইজ দিতে আসছেন দেব-রুক্মিনী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের সুপারহিট জুটিদের মধ‍্যে এখন প্রথম সারিতে থাকবেন দেব (Dev) ও রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। বড়পর্দায় দুজনের প্রায় প্রতিটি ছবিই হিট হয়েছে। দর্শকদের খুব পছন্দের দুই তারকাই। তাঁদের শেষ ছবি ‘কিশমিশ’ বক্স অফিসে বেশ ভালই ব‍্যবসা করেছে। এবার দুজনে জুটি বেঁধে আসছেন ছোটপর্দায়।

না কোনো সিরিয়ালে নয়, দেব রুক্মিনী আসছেন রিয়েলিটি শো তে। তাও আবার বিচারক হয়ে। স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ তে ফের বিচারকের আসনে দেখা যাবে দেবকে। তবে এবারের নতুন চমক রুক্মিনী। সম্ভবত এই প্রথম কোনো শোয়ের বিচারকের আসনে বসতে চলেছেন অভিনেত্রী।

দেব রুক্মিনীর সহ বিচারক হতে চলেছেন মনামী ঘোষ। এছাড়াও প্রতিযোগীদের মেন্টর হিসাবে থাকছেন তৃণা সাহা ও অভিষেক বোস এবং দীপান্বিতা রক্ষিত। পর্দার গুনগুনকেও এই প্রথম কোনো রিয়েলিটি শোতে দেখা যাবে। সম্প্রতি শোয়ের একটি ছোট্ট ঝলক শেয়ার করেছেন দেব। লিখেছেন, ‘এটার জন‍্যও তৈরি হয়ে যান।’

ছোটপর্দা ছাড়াও বড়পর্দাতেও একগুচ্ছ কাজ রয়েছে দেবের হাতে। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘প্রজাপতি’ ছবির শুটিং। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। একাধিক কারণে প্রজাপতি ছবিটি গুরুত্বপূর্ণ। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন মিঠুন এবং দেব। তাও আবার বাবা ছেলের চরিত্রে। থাকছেন মমতা শঙ্কর এবং শ্বেতা ভট্টাচার্যও।

এছাড়াও রঘু ডাকাত ও কাছের মানুষ নামে দুটি ছবিরও মুক্তি বাকি রয়েছে দেবের। এর মধ‍্যে কাছের মানুষ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে অভিনয় করবেন তিনি। দেব জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলে চলতি বছর দূর্গাপুজোতেই মুক্তি পেতে পারে ‘কাছের মানুষ’। সম্প্রতি পোস্টারটি ফের শেয়ার করে তিনি লেখেন, ‘এই অনিশ্চয়তায় ভরা সময়ে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমাদের ‘কাছের মানুষ’ মুক্তি পাবে ২০২২ এর পুজোয়।’

X