সিপিআইএমের হয়ে মিছিলে যোগদান, এবার ‘কিশমিশ’এর প্রচারে রাজনীতি ছাড়ার কথা দেবের মুখে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মেটে রঙা খদ্দরের পাঞ্জাবি পরে সিপিআইএমের মিছিলে হাঁটছেন দেব (Dev)। তৃণমূল সাংসদকে এমন রূপে দেখে চমকে উঠেছিলেন সকলে। একি কাণ্ড! সবুজ শিবির ছেড়ে দিলেন নাকি দেব? এমন প্রশ্ন উঠতেই অবশ‍্য জানা গিয়েছিল তাঁর আসন্ন ছবি ‘কিশমিশ’এ অভিনয়ের খাতিরেই দল ‘বদলেছেন’ দেব।

সম্প্রতি ছবির গান লঞ্চ উপলক্ষে শহরের এক প্রথম সারির শপিং মলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন দেব ও রুক্মিনী মৈত্র‌। সেখানে স্বাভাবিক ভাবেই উঠে আসে এই বিশেষ দৃশ‍্যের প্রসঙ্গ। কিশমিশ ছবিতে তিনটি সময়ের তিনটি চরিত্র ফুটিয়ে তুলবেন দেব।


তার মধ‍্যে আশির দশকের অংশেই সিপিআইএমের ঝান্ডা হাতে দেখা মিলবে অভিনেতার। এ বিষয়ে রুক্মিনী বলেন, সময়টা যেহেতু আশির দশক। সে সময় সিপিআইএমকে ছাড়া ভাবাই যেত না। তাই আশির দশকের প্রেমও রাজনীতি ছাড়া ভাবাই যায় না। দেবকে এখানে বাম দলের সমর্থক হিসাবেই দেখা যাবে।

সাংবাদিকদের তরফে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়, তিনি তৃণমূলের সাংসদ। অথচ অভিনয়ের জন‍্য লাল ঝান্ডা ধরতে হবে। সঙ্গে সঙ্গে দেব বলেন, তিনি দল রাজনীতি না দেখেই সব সাহায‍্যপ্রার্থীকে সাহায‍্য করেছেন। সংবাদ মাধ‍্যমের কাছে ১০ শতাংশ কাজের খবর পৌঁছায়। বাকি তিনি যে কাজগুলো করেন তার ৯০ শতাংশই পৌঁছায় না।

দেবের কথায়, “একটা দলকে ভালবাসা, সেই দলের প্রশংসা করা বা দলের সঙ্গ নেওয়া তার মানে এই নয় যে বাকিরা তোমার শত্রু। আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না। যেদিন সেটা বিশ্বাস করতে শিখব সেদিন রাজনীতি ছেড়ে দেব। আমি কথা দিলাম”

সম্পর্কিত খবর

X