বাংলাহান্ট ডেস্ক : থামতে জানেন না দেব (Dev)। বিশেষ করে নিজে প্রযোজক হওয়ার পর থেকে প্রতি বছরেই একাধিক ছবি মুক্তি পায় তাঁর। চলতি বছরেও যেমন ‘টেক্কা’ এবং ‘খাদান’ দু দুটি ছবি মুক্তি পেয়েছে দেবের। দুটোই ঝড় তুলেছে বক্স অফিসে। এবার নতুন বছরেও একগুচ্ছ ছবির ডালা নিয়ে হাজির দেব (Dev)। ইতিমধ্যেই ঘোষণা করেছেন বহু প্রতীক্ষিত ‘রঘু ডাকাত’ এর মুক্তির তারিখ। আর এবার বিরাট সারপ্রাইজ দিয়ে জানালেন, আসছে ‘প্রজাপতি ২’।
প্রজাপতি ২ এর ঘোষণা দেবের (Dev)
বড়সড় ধামাকা দিয়ে ২০২৫ এ পা রেখেছেন দেব (Dev)। তাঁর ‘খাদান’ রেকর্ড ব্যবসা করছে বক্স অফিসে। এর মাঝেই বড় ঘোষণা করলেন দেব। অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনকে নিয়ে প্রজাপতি ২ ছবির ঘোষণা করলেন তিনি। প্রযোজক পরিচালক জুটিকে নিয়ে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘২০২৪ এর কিছু না বলা গল্প ২০২৫ এ বলা হবে। আমাদের আগামী প্রোজেক্ট ঘোষণা করতে পেরে খুব আনন্দিত, আসছে প্রজাপতি ২’।
প্রথম ছবির সিক্যুয়েল এটি: এবার এখানে রয়েছে একটা ছোট্ট টুইস্ট। আসলে চলতি বছর শীতেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। যদিও প্রাথমিক ভাবে এর নাম রাখা হয়েছিল ‘প্রতীক্ষা’। কিন্তু তার বদলে এল দেবের (Dev) খাদান। আর সেই সঙ্গে প্রতীক্ষার নাম বদলে রাখা হল প্রজাপতি ২। যেমনটা জানা যাচ্ছে, আগের ছবিরই সিক্যুয়েল এটা। মুখ্য চরিত্রে আগের বারের মতোই বাবা ছেলে হয়ে ধরা দেবেন মিঠুন এবং দেব। তবে বাকি কাস্ট আগের মতোই থাকছে কিনা তা এখনো খোলসা করা হয়নি।
আরো পড়ুন : ‘দুষ্টু’ ম্যাগাজিনের মডেল থেকে সলমনের শোয়ের অতিথি! ইনিই বিগ বসের সবথেকে ‘দামী’ প্রতিযোগী
কবে শুরু হবে শুটিং: চলতি বছরের অগাস্টেই এই ছবির (প্রতীক্ষা) ঘোষণা হয়েছিল। তখনই জানা গিয়েছিল, নভেম্বরে শুরু হতে পারে ছবির শুটিং। কিন্তু পরে জানা যায়, এই সময়টায় লন্ডনে প্রচণ্ড ঠাণ্ডা থাকে। তাই পিছিয়ে যায় ছবির শুটিং। চলতি বছরের মার্চ মাসে শুটিং শুরু হবে বলে খবর। দেব (Dev) মিঠুনের এই ছবিতে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে খবর।
আরো পড়ুন : মানুষ ভুলতে পারেনি সৌরভকে, রুক্মিণীর ‘বিনোদিনী’তে কে হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব? নেটিজেনরা বললেন…
প্রসঙ্গত, ২০২২ সালে প্রেক্ষাগৃহে আসে দেব (Dev) মিঠুন জুটির সুপারহিট ছবি প্রজাপতি। বাবা ছেলের সম্পর্কের ওঠাপড়া, প্রতিটি মোড়কে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক, আজো ছবিটির প্রশংসা করেন দর্শকরা। সেই আমেজ, আবেগ আবারও বড়পর্দায় দেখার জন্য অপেক্ষা শুরু হল সকলের।