বাংলাহান্ট ডেস্ক: কাটমানি বিতর্কে নাম জড়াল অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের (Dev)। কাটমানি নেওয়ার অভিযোগ করলেন তাঁরই জ্যাঠতুতো ভাই। ঘাটাল এলাকার তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধেই এমন বিষ্ফোরক অভিযোগ এনেছেন তিনি। তবে এ বিষয়ে দেবের তরফে কোনো মন্তব্য করা হয়নি।
পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মহিষদা গ্রামে থাকেন বিক্রম অধিকারী। সম্পর্কে তিনি দেবের তুতো ভাই। তবে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। পৌরোহিত্য করেই সংসার চলে বিক্রমের। তিনি অভিযোগ করেছেন, তাঁর দাদা দেবের নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সমস্যা সমাধানের নাম করে সালিশি সভায় এলাকাবাসীর কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। আর সাংসদ দেবের ভাইয়ের পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকেও, দাবি বিক্রমের।
এখানেই শেষ নয়, সাংসদের ভাইয়ের আরো অভিযোগ, সরকারি আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি বাড়ি পাননি। বাড়ির অনুদানের টাকা চলে গিয়েছে তৃণমূল নেতৃত্বের হাতে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। সাংসদের ভাই হয়েও পরিবার নিয়ে তাঁকে থাকতে হয় ভগ্নপ্রায় বাড়িতে।
তবে বিক্রমের দাবি, এলাকায় তাঁর নাম নিয়ে এত দুর্নীতি রাজ চলছে এসব কিছুই দেবের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। দাদার ভাবমূর্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিক্রম অধিকারী। উল্লেখ্য, এই কেশপুরের নাম আগেও উঠে এসেছে বিতর্কের কেন্দ্রে। একুশের বিধানসভা ভোটের ফলাফলের পর এলাকার ১৮ জন বিজেপি কর্মীকে একঘরে করে দেওয়ার জন্য উসকানি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তখনো মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দেব।
বিক্রম অধিকারীর অভিযোগ প্রসঙ্গে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। যদি সত্যতা প্রমাণ হয় তাহলে পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি দেব।