গুলি করে দিতে পারে! তৃণমূলের কাটমানি কীর্তি প্রকাশ করে বিপদে দেবের ভাই

বাংলাহান্ট ডেস্ক: নিজের দাদার রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ খুলেই বিপাকে পড়লেন সাংসদ অভিনেতা দেবের (Dev) তুতো ভাই বিক্রম অধিকারী (Bikram Adhikari)। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ এনেছিলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মহিষদা গ্রামের বাসিন্দা দেবের ভাই। এমনকি তিনি এও দাবি করেছিলেন, দেবের নাম ভাঙিয়ে নাকি টাকা তুলছে স্থানীয় তৃণমূল নেতারা।

ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। তিনি নাকি মিথ্যে কথা বলেছেন, এমনি পালটা অভিযোগ উঠেছে। আবাস যোজনার টাকা পেয়েও নাকি বিক্রম অধিকারী মিথ্যে বলেছেন যে, তৃণমূল নেতারা নিয়ে নিয়েছেন টাকা। এই মর্মে সাংসদের ভাইয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা।

   

dev brother

এবার প্রাণনাশের আশঙ্কার কথা প্রকাশ করলেন বিক্রম অধিকারী। তিনি যেকোনো সময়ে খুন হয়ে যেতে পারেন, এমনি আশঙ্কা করছেন সাংসদের ভাই। কে বা কারা তাঁকে মারতে পারে সে কথা স্পষ্ট ভাবে না বললেও সাংবাদিকদের কাছে বিক্রম অধিকারী বলেন, তিনি বাড়ির বাইরে বেরোতে পারছেন। বাইরে বেরোলেই গুলি করে দিতে পারে। তাঁর পরিবার, সন্তানদের নিয়েও চিন্তায় রয়েছেন তিনি।

বিক্রম অধিকারী আরো বলেন, সত্যি কথাটা বলে দেওয়ার জন্য পাড়ার লোকেরা নাকি তাঁকেই দুষছে। তৃণমূল তাঁকে ঘরছাড়া করতে পারে। পুলিশেও অভিযোগ জানাতে পারছেন না সন্ত্রাসের ভয়ে। সব মিলিয়ে চিন্তায় আছেন তিনি।

প্রসঙ্গত, বিক্রম অধিকারী অভিযোগ করেছিলেন, আবাস যোজনায় তাঁর নাম থাকা সত্ত্বেও বাড়ি বানাতে পারেননি তিনি। সেই বাবদ অনুদানের টাকা চলে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে। এখনো ভাঙাচোরা বাড়িতেই পরিবার নিয়ে বাস করছেন দেবের ভাই। পালটা বিধায়ক শিউলি সাহা অভিযোগ করেন, বিক্রম অধিকারী নাকি মিথ্যেবাদী।

শিউলি সাহার দাবি, আবাস যোজনার পুরো টাকা পেয়েও মিথ্যে কথা বলছেন বিক্রম অধিকারী। ২০১৬ সালের পর ধাপে ধাপে তিন বারে টাকা ঢোকে তাঁর অ্যাকাউন্টে। তবুও তিনি দাবি করছেন, তৃণমূল নেতারা নাকি তাঁর টাকা নিয়ে নিয়েছেন। সাংসদ এবং দলকে কালিমালিপ্ত করতেই তিনি মিথ্যে কথা বলছেন বলে দাবি শিউলি সাহার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর