বাংলাহান্ট ডেস্ক: নিজাম প্যালেসে উপস্থিত হলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। গরু পাচার কাণ্ডে (Cow Smuggling Case) অন্যতম সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য দেবকে তলব করেছিল সিবিআই (CBI)। ১৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার তাঁর হাজিরা দিতে বলা হয়েছিল সিবিআই দফতরে। সেই নির্দেশ মেনেই সশরীরে হাজির হলেন দেব।
সপ্তাহ খানেক আগেই সাংসদ অভিনেতাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। গরু পাচার কাণ্ডে তাঁর নাম উঠে আসায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু ব্যস্ততার মাঝে দেব নিজে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল তাঁর পরিবর্তে তাঁর আইনজীবীও হাজিরা দিতে পারেন। কিন্তু মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ নিজেই নিজাম প্যালেসে উপস্থিত হন দেব। শুরু হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ।
জানা গিয়েছে, এর আগে বেশ কয়েকজন সাক্ষী নাকি তাদের বয়ানে দেবের নাম উল্লেখ করেছেন। এনামুলের সঙ্গেও তাঁর যোগসূত্র পাওয়া গিয়েছে। কিন্তু ঠিক কীভাবে পরিচয় হল দুজনের। কবে থেকেই বা এই পরিচয়, সেসব জানার জন্যই দেবকে তলব করা হয়েছে বলে খবর। রেকর্ড করা হবে তাঁর বয়ান।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০১৭-১৮ সালে এনামুলের থেকে নাকি নগদ বেশ কয়েক লক্ষ টাকা ও ঘড়ি সহ বহুমূল্য উপহার নিয়েছিলেন দেব। এনামুল হক নিজে একথা স্বীকার করেছেন তদন্তকারীদের কাছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই দেবকে সিবিআই তলব।
একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই কয়লা ও গরু পাচার কাণ্ডে রাজ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে। সেই তালিকায় এবার দেবের নাম জড়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও তৃণমূলের দাবি, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এ সমস্ত অভিযোগ করা হচ্ছে।