বাংলাহান্ট ডেস্ক : দুদিন আগেই ক্ষমা চেয়েছিলেন দর্শকদের কাছে, ‘খাদান’ (Khadaan) এর অ্যাডভান্স বুকিং শুরু না হওয়ায়। কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বদলে গেল দৃশ্যটা। রায়গঞ্জে রাত ২ টোর সময় দেওয়া হল খাদান এর ফার্স্ট ডে ফার্স্ট শো। যা কিনা এ রাজ্যে কোনো বাংলা ছবির ক্ষেত্রে তো বটেই, অন্য ভাষার ছবির ক্ষেত্রেও এই প্রথম। কথা দিয়ে কথা রাখলেন দেব।
রায়গঞ্জে রাত দুটোর শো খাদান (Khadaan) এর
শুক্রবার, ২০ শে ডিসেম্বর মুক্তি পেল খাদান (Khadaan)। দেব, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল অভিনীত ছবিটিকে ঘিরে দর্শকদের চড়া উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে অনেকদিন ধরেই। বড়দিনের আবহে ছবিটি মুক্তি পেতেই টিকিট বুকিং এবং প্রেক্ষাগৃহের ভিড়েও ধরা পড়ল সেই উন্মাদনা। নয়া রেকর্ড গড়ে বাংলায় প্রথম কোনো ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখানো হল রাত ২ টোয়। বুধবার টিকিটের অ্যাডভান্সড বুকিং শুরু হতেই বৃহস্পতিবার অসাধ্য সাধন করল রায়গঞ্জ।
বাংলা ছবির ক্ষেত্রে এ প্রথম: জানা গিয়েছে, এসভিএফ পরিচালিত রায়গঞ্জের ওই প্রেক্ষাগৃহে রয়েছে মোট ১৫৯ টি আসন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই খাদান (Khadaan) এর সব টিকিট বিক্রি হয়ে হাউজফুল হয় রাত ২ টোর শো। বাংলা ছবির জগতে একে ‘ঐতিহাসিক’ ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপ্লুত দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এটা ঐতিহাসিক! ধন্যবাদ রায়গঞ্জ’।
আরো পড়ুন : ভাতা-প্রকল্পে কমাতে হবে খরচ! রাজ্য সরকারকে সতর্ক করল RBI, কোপ পড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়?
মধ্যরাতের শো হাউজফুল: এর আগে এ রাজ্যে শাহরুখের ‘জওয়ান’ পেয়েছে ভোর পাঁচটার শো। দক্ষিণী ছবিও রমরমিয়ে চলছে বাংলায়। সেখানে বাংলা ছবির ক্ষেত্রে এমন ঘটনা নিঃসন্দেহে এই প্রথম। খাদান এর উত্তরবঙ্গের পরিবেশক সংবাদ মাধ্যমকে বলেন, হিন্দি এবং ইংরেজি ছবির জন্য এর আগে খুব সকালে শো দেওয়া হয়েছে। কিন্তু মধ্যরাতে কোনো বাংলা ছবির শো হাউজফুল যাচ্ছে এটা নিঃসন্দেহে বাংলা ছবির ক্ষেত্রে খুবই ইতিবাচক ঘটনা। দেবকেও শুভেচ্ছায় ভরিয়েছেন ইন্ডাস্ট্রির কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দু বিকাশ চাকীর মতো পরিচালকরা।
আরো পড়ুন : স্বামী-শ্বশুরের হাত ধরে মেয়ের অনুষ্ঠানে রাইসুন্দরী, আরাধ্যার জন্যই এক হলেন অভিষেক-ঐশ্বর্য?
প্রসঙ্গত, কিছুদিন আগেই খাদান (Khadaan) নিয়ে পোস্ট করেছিলেন দেব। বিমর্ষ হয়ে জানিয়েছিলেন, মুক্তির কয়েক ঘন্টা আগেও খাদান এর অ্যাডভান্স বুকিং শুরু না হওয়ায় দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। তবে বর্তমানে রাজ্য জুড়ে সবথেকে বেশি স্ক্রিনে চলছে খাদান। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের মোট ১৪০ টি প্রেক্ষাগৃহে চলছে খাদান। প্রথম দিনেই ১০০ র বেশি শো হাউজফুল হয়েছে বলেও পোস্ট করেছেন দেব।