জগন্নাথ মন্দির থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, অক্ষয় তৃতীয়ায় কী প্রার্থনা করলেন দেব?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ধুমধাম করে উদ্বোধন হয়ে গেল দিঘার জগন্নাথ মন্দিরের। দীর্ঘ প্রতীক্ষার পর অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দ্বার উন্মোচন হল মন্দিরের। মহা সমারোহে প্রাণপ্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের বিগ্রহের। আয়োজন ছিল সাংষ্কৃতিক অনুষ্ঠানের। সেই সঙ্গে অনুষ্ঠানের অংশ হতে উপস্থিত ছিলেন বিনোদন এবং রাজনৈতিক জগতের তাবড় ব্যক্তিত্ব। এদিন দিঘার জগন্নাথ ধাম থেকেই বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেতা সাংসদ দেব (Dev)।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে হাজির ছিলেন দেব (Dev)

টলিউডের নামজাদা সুপারস্টার হওয়ার পাশাপাশি তিনি তৃণমূলের সাংসদও বটে। দলের বিভিন্ন উৎসব, অনুষ্ঠান, সভায় অংশ নিয়ে থাকেন তিনি। এদিনও তার ব্যতিক্রম হয়নি। হলুদ পাঞ্জাবি, পাজামা, একমুখ ঝাঁকড়া দাড়ি, আগামী ছবির লুকেই এদিন দেখা মেলে দেবের (Dev)। সম্পূর্ণ অনুষ্ঠানেরই সাক্ষী ছিলেন তিনি। মন্দির থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশে বার্তা দেন ঘাটালের সাংসদ।

Dev gave special message from digha jagannath temple

সম্প্রীতির বার্তা অভিনেতার: সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ, কাশ্মীরের পহেলগাঁওতে পরপর ঘটে গিয়েছে হিংসার ঘটনা। যদিও দুটি ঘটনা আপাত ভাবে পরস্পরের থেকে আলাদা, তবে দুটি ঘটনারই প্রভাব পড়েছে জনমানসে। এবার ধর্মের নামে বিভেদ ভুলে এক হওয়ার বার্তা দিলেন দেব (Dev)। ধর্ম যেন মানুষকে আলাদা না করে, প্রার্থনা দেবের।

আরো পড়ুন : মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের সাক্ষাতের পরেই শোরগোল বিজেপিতে! বিষ্ফোরক প্রতিক্রিয়া তরুণজ্যোতি-সৌমিত্র-শুভেন্দুর

কী বার্তা দিলেন দেব: সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, ‘আমি একটাই প্রার্থনা করব, যেভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, মানুষকে বুদ্ধি দিন, শান্তি দিন। ধর্ম যেন মানুষকে বাঁচিয়ে রাখে, ধর্ম যেন মানুষকে আলাদা না করে। শান্তি চাই। দেশের প্রত্যেকটা মানুষ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন’।

আরো পড়ুন : অক্ষয়-নানা-জ্যাকি কে নেই! স্টারকাস্টেই জব্বর চমক, ১৫ বছর পূর্তিতে প্রকাশ্যে ‘হাউজফুল ৫’ টিজার

দিঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়েও নানান কটাক্ষ শানাতে দেখা গিয়েছে বিরোধীদের। বিরোধী দলনেতা কটাক্ষ করেছেন, ওটা মন্দির নয়, ‘কালচারাল সেন্টার’। এ বিষয়েও হালকা সুরে দেবের (Dev) বক্তব্য, এটা তো নির্বাচনের বছর নয়। তাই ভোট টানার কথাও বলা যায় না। প্রচুর বাঙালি দেশে বিদেশে থাকেন, তাদের অনেকেই জগন্নাথ ভক্ত। বাংলার জগন্নাথ ধামে আসতে পারেন তারা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X