বাংলাহান্ট ডেস্ক: ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না তৃণমূল। বাংলায় হ্যাটট্রিকের পর এবার বিজেপি শাসিত ত্রিপুরাতেও ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাজনৈতিক দল। ভোটকুশলী প্রশান্ত কিশোরকে পাশে নিয়ে ‘অস্ত্রে’ শান দিচ্ছে তৃণমূল। আর এই যুদ্ধে সবুজ শিবিরের অন্যতম শক্তিশালী অস্ত্র নিঃসন্দেহে সাংসদ অভিনেতা দেব অধিকারী (dev)।
বাংলার বাইরে ত্রিপুরায় দেবের ফ্যান ফলোয়িং বেশ চমকপ্রদ। সেই জনপ্রিয়তাটাকেই ফের রাজনৈতিক আঙিনায় কাজে লাগাতে চলেছে তৃণমূল। সূত্রের খবর মানলে চলতি সপ্তাহের শেষেই ত্রিপুরা যাচ্ছেন দেব। দলীয় নেতৃত্বদের তরফে তাঁকে ত্রিপুরা যাওয়ার প্রস্তাব দিলে রাজি হয়েছেন অভিনেতা সাংসদ। তবে তাঁর কর্মসূচি এখনো তৈরি হয়নি বলেই খবর।
২০২৩ এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। বাংলায় ২০২১ এর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছে তৃণমূল। এবারে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে ক্ষমতা প্রতিষ্ঠার জন্য লক্ষ্য স্থির করছে সবুজ শিবির। ত্রিপুরায় যুদ্ধ প্রস্তুতির দায়িত্ব নিজেই নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত সপ্তাহেই অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ গিয়েছেন ত্রিপুরা। বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। তার আগে একটি ব্যঙ্গাত্মক টুইট করে নরেন্দ্র মোদীকে বিঁধেছেন সায়নী। সদ্য মুক্তিপ্রাপ্ত সৃজিত পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’র স্টাইলে কটাক্ষ করেছেন তিনি।
সিরিজের পোস্টারটিতে ফটোশপ করে বসানো হয়েছে প্রধানমন্ত্রীর ছবি। সেই সঙ্গে নাম বদলে লেখা হয়েছে ‘মাতঙ্গিনী এখানে কোনও আন্দোলন করতে আসেননি’। ছবিটি টুইট করে সায়নী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে এটি পেয়েছেন তিনি। এবার দেব বিপ্লব দেবের রাজ্যে গিয়ে কী খেল দেখান সেটাই এখন দেখার।