বাংলাহান্ট ডেস্ক: একের পর এক উদ্যোগ নিয়ে করোনা (corona) পরিস্থিতিতে মানুষের সাহায্য করে চলেছেন দেব (dev)। দক্ষিণ কলকাতা তথা ঘাটালের করোনা আক্রান্ত মানুষের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবারের হোম ডেলিভারি থেকে শুরু করে নিজের অফিসকে আইসোলেশন সেন্টার বানানো সবটাই করেছেন দেব। এমনকি বিশেষত করোনায় মৃতদের সৎকারের জন্য আলাদা শ্মশান তৈরির উদ্যোগও নিয়েছেন তিনি।
এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি ১০০ শয্যা বিশিষ্ট কোভিড ওয়ার্ডের (covid ward) উদ্বোধন করলেন দেব। ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, জেলাশাসক রশ্মি কোমল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের উপস্থিতিতে সোমবার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন করোনার পাশাপাশি ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা সারেন দেব।
উদ্বোধন অনুষ্ঠানে এসে ঘাটালের তারকা বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সব করেছেন। বাংলার মেয়ে হিসাবে তিনি জিতেছেন, বাংলার মেয়ে হয়েই থাকবেন। এবারেও যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সব রাখবেন তিনি। অক্সিজেনের ঘাটতিও আগের তুলনায় অনেক কমেছে বলে মন্তব্য করেন দেব।
সম্প্রতি ঘাটালের লোকালয় থেকে দূরে করোনায় মৃতদের সৎকারের উদ্দেশে একটি শ্মশান তৈরির সিদ্ধান্ত নিয়েছেন দেব। আসলে ঘাটালে যে কটি শ্মশান রয়েছে সবকটিই লোকালয়ের মধ্যে। সেখানে করোনায় মৃতদের সৎকার করা সম্ভব হচ্ছিল না। তাই লোকালয় থেকে দূরে একটি নতুন শ্মশান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন দেব।
ঘাটালবাসীর অভিযোগ পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুমতি চান দেব। তারপরেই এই কাজে হাত লাগান তিনি। দেবের কথায়, শুনতে খারাপ লাগলেও এটা একটি বাস্তব সমস্যা। তাই এই পদক্ষেপ। এখানে শুধু মাত্র করোনায় মৃতদেরই সৎকার করা হবে বলে জানান দেব।
নিজের অফিসকেও আইসোলেশন সেন্টারে বদলে ফেলেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘ডেবরায় আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের অফিসটি গত বছরের মতো এ বছরেও আইসোলেশন সেন্টারে বদলে ফেললাম। এছাড়াও আমরা অক্সিজেন, ওষুধ, অ্যাম্বুলেন্স ও খাবারের সার্ভিস চালু করেছি। যোগাযোগ করবেন।’