বাংলাহান্ট ডেস্ক: দেবের (dev) প্রেমিকা, এই পরিচয়েই মূলত টলিউডে পা রেখেছিলেন রুক্মিনী মৈত্র (rukmini moitra)। শুধু মাত্র দেবের বিপরীতেই ছবিতে অভিনয় করতে দেখা যেত তাঁকে। তবে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে শুরু করেন রুক্মিনী। অভিনয় প্রতিভাকে আরো ঘষে মেজে ক্ষুরধার করে আবির চ্যাটার্জির বিপরীতে বড়পর্দায় মুখ দেখান তিনি।
সম্প্রতি বলিউডে ডেবিউ করে এসেছেন রুক্মিনী। বিদ্যুৎ জাম্বালের বিপরীতে দেখা যাবে তাঁকে। টলিউডেও তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। কিন্তু বাংলা ছবির অভিনেত্রী হয়ে কিনা বাংলা লিখতেই জানেন না রুক্মিনী? সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই অভিনেত্রীকে অপমান করে বসলেন তাঁরই প্রেমিক দেব।
ঘটনার সূত্রপাত রুক্মিনীর একটি ছবিকে ঘিরে। ক্রিম রঙা শাড়ি, ব্লাউজে চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে রবীন্দ্রসঙ্গীতের লাইন তুলে তিনি লিখেছেন, ‘আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান’। এই পোস্টেই দেবের প্রশ্ন, ‘আগে এটা বল তোকে বাংলায় কে লিখে দিল?’
রুক্মিনীও মজা করে লিখেছেন, ‘তুমি তো দাওনি, ভাবো ভাবো’। দুজনের এই খুনসুটি বেশ উপভোগ করছেন নেটিজেনরা। আবার কয়েকজন লিখেছেন, দেব এভাবে অপমান করলেন রুক্মিনীকে! এর বদলা তো নিতেই হবে। তবে কটাক্ষও এসেছে। এক ব্যক্তি দেব রুক্মিনীর সম্পর্কটাকে সলমন ক্যাটরিনার সঙ্গে তুলনা করে বলেছেন, রুক্মিনীও না ক্যাটরিনার মতো জনপ্রিয়তা পেয়ে দেবকে ছেড়ে দেন।
https://www.instagram.com/p/CRN87BkFrT_/?utm_medium=copy_link
প্রসঙ্গত, বলিউডে অভিনেতা বিদ্যুৎ জাম্বালের নায়িকা হয়ে অভিষেক করতে চলেছেন রুক্মিনী। ছবির নাম ‘সনক: হোপ আন্ডার সিজ’। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন কনিষ্ক শর্মা।নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির প্রথম পোস্টার শেয়ার করে এই সুখবর দিয়েছিলেন রুক্মিনী। লিখেছিলেন, ‘এটা আমার আগামী ছবি। আপনাদের সবার শুভ কামনা ও আশীর্বাদ চাই। যখন ভালবাসা বিপদে পড়ে তখন রাগ কেউ আটকাতে পারে না।’