বাংলাহান্ট ডেস্ক: দলবদল করছেন তৃণমূল (tmc) সাংসদ দেবও (dev)! এমনি বিষ্ফোরক দাবি করলেন সিপিএম (cpm) নেতা মহম্মদ সেলিম (mohammed selim)। সম্প্রতি দেবের সংসদীয় কেন্দ্র ঘাটালে দাঁড়িয়েই এমন চাঞ্চল্যকর দাবি করেন তিনি। দেবের বিজেপিতে (bjp) যোগ দেওয়া নাকি এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেন মহম্মদ সেলিম।
রবিবার ঘাটালে ছিল সিপিএমের মিছিল। সেই মিছিলেই ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে নিয়ে এমন বিষ্ফোরক মন্তব্য করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি মন্তব্য করেন, ঘাটালের সাংসদের বিজেপিতে যোগ দেওয়া এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা। তবে এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রমাণ খাড়া করতে পারেননি তিনি।
সম্প্রতি হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দেবের উপস্থিত থাকার সম্ভাবনা নিয়ে জোর শোরগোল শুরু হয়। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ টুইট করে লেখেন, প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন দেব। উত্তরে তৃণমূলের অভিনেতা সাংসদ নিজেই জল্পনার অবসান ঘটিয়ে পালটা টুইট করে লেখেন, ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর সভায় তিনি উপস্থিত থাকতে পারছেন না।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে দলবদলের রাজনীতি। তৃণমূল থেকে যেমন বিজেপিতে যোগদান হচ্ছে তেমনি পালটা বিজেপি থেকেও যোগদান হচ্ছে তৃণমূলে। পাশাপাশি নতুন করে টলিউডের বেশ কয়েকজন তারকাও যোগ দিচ্ছেন সক্রিয় রাজনীতিতে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা কৌশিক রায়। বিজেপির রাজ্য অফিসে কৌশিকের হাতে পার্টির গেরুয়া পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ সহ বিজেপির অন্যান্য নেতারাও।
নির্বাচনের আগে হঠাৎ বিজেপিতে যোগদান নিয়ে ‘সৌজন্য’ বলেন, দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। অনেক জায়গায় থেকে প্রস্তাবও পাচ্ছিলেন। কিন্তু মনস্থির করে উঠতে পারেননি এতদিন। অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন। মানুষের পাশে থাকতেই বিজেপিতে যোগ দিয়েছেন বলেই জানান কৌশিক। যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষও।
অপরদিকে কৌশানি মুখার্জি, সৌরভ দাস, দীপঙ্কর দে সহ একঝাঁক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করে সবুজ পার্টির সঙ্গেই মানুষের সেবার অঙ্গীকার নেন তারা।