কথা রেখেছেন দিদি! ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটির বরাদ্দ হতেই বড় সিদ্ধান্ত সাংসদ দেবের

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতোই রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তারপরেই এই প্রকল্প সংক্রান্ত বৈঠক সারতে এবার সশরীরে ঘাটালে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ দেব (Dev)। জানা যাচ্ছে রবিবার মনিটরিং কমিটির বৈঠকে এই প্রকল্প সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দেব (Dev)

বৈঠক শেষে বেরিয়ে শিলান্যাস প্রসঙ্গে মুখ খুলে ছিলেন দেব (Dev)। বহুদিন ধরেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কার্যত তো ঝুলে রয়েছে। যা নিয়ে গত লোকসভা নির্বাচনের আগে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সেসময় তাঁকে এই প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য টাকা দেবে। কথা রেখেছেন তিনি। বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পর, রবিবার ঘাটাল গিয়ে এই প্রকল্প সংক্রান্ত বৈঠক সেরেছেন দেব।

আরও পড়ুন: এবার কড়া অ্যাকশন! রাজ্যজুড়ে বেআইনি নির্মাণ রুখতে বড় পদক্ষেপ নগরোন্নয়ন দপ্তরের

জানা যাচ্ছে, জমি নিয়ে আলোচনা হয়েছে এদিন। বাজারমূল্যের থেকে আড়াইগুণ বেশি দাম দিয়ে মালিকদের থেকে জমি কেনে নেওয়া হবে বলেই জানা আছে সূত্রের খবর প্রথমে দাসপুরে চন্দ্রেশ্বর খালের ৬ কিলোমিটার নতুন করে খনন করে শিলাবতীর সঙ্গে যুক্ত করা হবে শিলাবতীর পাড়ে হবে গার্ডওয়াল। এছাড়াও ঘাটালে দুটি পাম্প হাউস ও দাসপুর ২ নম্বর ব্লকে ৪ টি ঘাটালে একটি স্লুইস গেট তৈরি হবে।

Dev

বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারকা সাংসদ দেব (Dev)। সেখানেই তিনি দলনেত্রীর প্রশংসা করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। দেবের কথায়, ‘ঘাটাল মাস্টার প্ল্য়ান দেড় হাজার-২ হাজার কোটি টাকার প্রজেক্ট। এটা রাজ্যের একার পক্ষে করা সম্ভব নয়। তার পরেও দিদি কথা রেখেছেন।’ এরপরই তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই পরবর্তীতে এই প্রকল্পের শিলান্যাসের দিন ঠিক করা হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর