বাংলা হান্ট ডেস্ক : মাত্র দশ দিনের মাথায় হায়দরাবাদ তরুণী মহিলা পশু চিকিত্সক গণধর্ষণ এবং খুনে অভিযুক্ত চার আসামিকে এনকাউন্টার করেছে তেলেঙ্গানা পুলিশ আর তার পর থেকেই কার্যত দেশবাসীর মধ্যে আনন্দের জোয়ার উঠেছে। কিন্তু এনকাউন্টার বিরুদ্ধেও কথা বলেছেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন,এটা আইন নয় যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম আইন এটাই পুলিশ তার কাজ করবে আদালতে পেশ করবে, বিচারক বিচারকের কাজ করবে।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে না হতে সম্পূর্ণ উল্টো সুর গাইলেন তাঁরই দলের সাংসদরা। এনকাউন্টার নিয়ে নানা মুনির নানা মতের মতো দেব নুসরত মিমি ও উল্টো কথা বললেন। অর্থা তৃণমূল নেত্রীর সঙ্গে সহমত নন দলের সাংসদদের একাংশ। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মেয়রের একটি সভা থেকে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলছিলেন কিন্তু উল্টো সুর গাইলেন অভিনেতা সাংসদ দেব।
Congratulations Hyderabad police
This was required #Encounter— Dev (@idevadhikari) December 6, 2019
টুইটারে হায়দরাবাদ পুলিশকে এনকাউন্টার করার জন্য কনগ্র্যাচুলেশনস জানিয়েছেন তিনি। যদিও শুধুমাত্র অভিনেতা সাংসদ দেব ই নন কিছুক্ষণের মধ্যেই নুসরত জাহান টুইট করে সুবিচারের জন্য আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষেই সওয়াল করেন নুসরাত।
Finally…Someone in the Judicial/ Legal system needs to take up the baton to deliver justice. Voices have been heard – The guilty do not exist. #JusticeDelivered #RestInPeaceDisha
— Nussrat Jahan (@nusratchirps) December 6, 2019
তিনি লেখেন, অবশেষে সুবিচারের জন্য বিচার, আইনি ব্যবস্থার কারণ ব্যাটন তুলে নেওয়ার প্রয়োজন রয়েছে, আর্তি শোনা হয়েছে এবং অপরাধীদের অস্তিত্ব নেই। অন্যদিকে অভিনেত্রী মিমি চক্রবর্তী হায়দারাবাদ গণধর্ষণ কাণ্ডে নিহত তরুণীর আত্মার শান্তি পাবে বলে মন্তব্য করেন।
#WATCH Hyderabad: People celebrate and cheer for police at the encounter site where the four accused were killed in an encounter earlier today. #Telangana pic.twitter.com/WZjPi0Y3nw
— ANI (@ANI) December 6, 2019