চরম সমস্যায় দেব! ‘ইসলাম বিরোধী’ তকমা দিয়ে উঠল কমান্ডো সিনেমা বয়কটের ঝড়

২৫ শে ডিসেম্বর বড়ো দিন একই সাথে দেবের জন্মদিনে মুক্তি পেয়েছে কমান্ডো ছবির টিজার। তবে ছবির টিজার মুক্তি পাওয়ার সাথে সাথে তৈরি হয়েছে বিতর্ক।
দেব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টিজারের ভিডিও শেয়ার করেছেন। টিজার শেয়ার করে দেব লিখেছেন,- ” অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশের প্রথম সিনেমার কমান্ডোর টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আপনাদের এই সিনেমা সকলের খুব ভালো লাগবে।”

জানিয়ে দি, বাংলাদেশের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কমান্ডো দেবের লড়াইকে কেন্দ্র করে পুরো সিনেমার গল্প। বাংলাদেশে তৈরি হয়েছে একের পর এক আতঙ্কবাদী সংগঠন, আতঙ্কবাদীদের মিশন ব্যার্থ করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমান্ডো দেব’- এমনই কাহিনী নিয়ে সাজানো হয়েছে দেবের প্রথম বাংলাদেশী ছবি কমান্ডো।

অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেকে এই ছবিকে বয়কটের ডাক দিয়েছেন। ফেসবুক থেকে শুরু করে টুইটার সব জায়গায় এই সিনেমাকে বয়কট করার ডাক উঠছে। বয়কট করার এই ডাক মূলত বাংলাদেশি মুসলিমদের তরফে দেওয়া হয়েছে। সিনেমার মাধ্যমে ইসলামকে ছোটো করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কমান্ডো ইসলাম বিদ্বেষী সিনেমা এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠেছে।

তারেক নামের এক সোশ্যাল মিডিয়ায় ইউজার লিখেছেন, “#বয়কট_কমান্ডো_মুভি
ইসলাম কে সন্ত্রাসী ধর্ম হিসেবে উপস্থাপন করার ষড়যন্ত্র চলছে জাগো মুসলিম, জাগো মুসলিম
জাগো বাঙালি মুসলিম”

ইসমাইল নামের আরেক সোশ্যাল মিডিয়ায় ইউজার লিখেছেন, -“চরম ইসলাম বিরোধী সিনেমা #কমান্ডো বয়কট করুন। সেখানে নায়ারে তাকবির, আল্লহু আকবার বলে বাংলাদেশের মুসলিম উম্মাহ কে চরমভাবে অপমান করা হয়েছে। আলেমদের জঙ্গি, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে।”


সম্পর্কিত খবর