বাংলাহান্ট ডেস্ক: একই দলের দুই সদস্য। দুজনেই গোরুপাচার কাণ্ডে পেয়েছেন সিবিআই (CBI) হাজিরার ডাক। একজন প্রথম বারেই সশরীরে উপস্থিত হয়ে গিয়েছেন নিজাম প্যালেসে। অন্যজন বারংবার এড়িয়ে চলেছেন হাজিরার নির্দেশ। হ্যাঁ তাঁরা দেব (Dev) ও অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়া নিয়ে সম্প্রতি মুখ খোলেন তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেতা।
গত ফেব্রুয়ারি মাসে দেবকে সমন পাঠায় সিবিআই। খবর মিলেছিল, ২০১৭-১৮ সালে এনামুলের থেকে নাকি নগদ বেশ কয়েক লক্ষ টাকা ও ঘড়ি সহ বহুমূল্য উপহার নিয়েছিলেন দেব। এনামুল হক নিজে একথা স্বীকার করেছেন তদন্তকারীদের কাছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই নাকি দেবকে তলব করেছিল সিবিআই।
৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দেবকে। তারপরে অবশ্য আর ডাক পাননি তিনি। দেবের বক্তব্য, দোষ না করে থাকলে কীসের ভয়? আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, সিবিআই এর তলব মানেই কেউ ক্রিমিনাল হয়ে যায়না।
তাঁকে জানানো হয়েছিল যে তাঁর বয়ান রেকর্ড হবে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়েই নিজাম প্যালেসে পৌঁছান দেব। কিন্তু তাঁকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। বলেই বসেছিলেন যে, কেউ আশা করেননি যে দেব আসবেন!
দেবের কথায়, “যা চেয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গে দিয়েও দিয়েছি। আমি চুরি করিনি। কেউ যদি বলে আমি চুরি করেছে বা রাজনৈতিক ভাবে অনৈতিক কিছু করেছি, তা হলে আমি নিজে সাউথ সিটির বাইরে এসে বলব, আমাকে পাথর ছুঁড়ে মারুন। আমি ছোটবেলা থেকে মানুষের পাশে থাকা শিখেছি। বাবাকে দেখেছি। ওটা আমার রক্তে আছে। দোষ না করলে ভয়ের কী আছে!”
রাজনৈতিক সৌজন্য বোধের জন্য বিশেষ জনপ্রিয়তা আছে দেবের, একথা স্বীকার করবেন বিরোধী দলনেতারাও। কিন্তু সিবিআই এর ডাক পেতেই দৃশ্যটা কিছুটা হলেও বদলেছিল। এ বিষয়ে সাংসদ অভিনেতা বলেন, এ দেশে এখনো সিবিআইয়ের ডাক পাওয়াটাকে খারাপ ভাবে দেখা হয়। তবে দেব বলেন, তিনি ডাক পাওয়ার পরে তাঁকে নিয়ে কিন্তু কাউকে কুকথা বলতে শোনেননি তিনি।