‘অভিনয় পারে না, তোতলা’, খাদান-এর সাফল্যের মাঝেই অভিমানী দেব, ‘কেউ পাত্তা দেয়নি…’

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় কান পাতলেই এখন শুধু ‘খাদান’এর গর্জন। বাংলা ছবির জগতে পরপর রেকর্ড ভেঙে দাপিয়ে ব্যবসা করছে দেবের (Dev) ছবি। অভিনেতা ভালো করেই বুঝিয়ে দিয়েছেন, টলিউডের নয়া ‘বাপ’ এখন তিনিই। কিন্তু কেরিয়ারের আকাশছোঁয়া সাফল্য, অনুরাগীদের অফুরন্ত ভালোবাসার মধ্যেও হঠাৎ তাঁর কণ্ঠে শোনা গেল অভিমানী স্বর। বললেন, ‘কেউ পাত্তাই দেয়নি আমাকে’।

খাদান সাফল্যের মাঝেই বিষ্ফোরক দেব (Dev)

জমিয়ে ব্যবসা করছে খাদান। একের পর এক রেকর্ড ভাঙার খবর আসছে। কিন্তু এর মাঝেও প্রেমিকা রুক্মিণী মৈত্রের ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন দেব (Dev)। ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবির সহ প্রযোজক দেব। সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে ট্রোলিং এর বিরুদ্ধে সরব হন তিনি।

Dev opened up about facing trolling

ট্রোলের শিকার রুক্মিণী: আসলে বিনোদিনীর বায়োপিক নিয়েও প্রতিনিয়ত কটাক্ষের শিকার হতে হচ্ছে রুক্মিণীকে। অনেকের মতে, নটী বিনোদিনীর চরিত্রে তাঁকে মানাচ্ছে না। আবার অনেকের মতে, বিনোদিনী নাকি এত রোগা ছিলেন না। এবার প্রেমিকার পাশে দাঁড়িয়ে সমস্ত কটাক্ষের জবাব দিলেন দেব (Dev)।

আরো পড়ুন : রবিবারেও অফিস, ৯০ ঘন্টা কাজ বিতর্কে কটাক্ষ আনন্দ মাহিন্দ্রার! বললেন, “আমার স্ত্রী খুব সুন্দরী…”

কী জবাব দিলেন দেব: এদিন অভিনেতা বলেন, এখন সোশ্যাল মিডিয়ায় যে যত বেশি পরিচিত তাকে নিয়ে তত বেশি ট্রোল হবে। মানুষ কাজ করবে নাকি এসবের উত্তর দেবে! এরপরেই দেব (Dev) বলে ওঠেন, “আমার কাজের ১৯ বছর হল। আমির থেকে বেশি ট্রোল তো কেউ হয়নি। আমি কাউকে জবাব দিতে যাইনি। আমার কাজই আমার হয়ে উত্তর দিয়েছে। প্রথম পাঁচ ছয় বছর কেউ পাত্তাই দেয়নি আমাকে। অভিনয় পারে না, তোতলা এইসব বলে পাশ কাটিয়ে দিয়েছে”।

আরো পড়ুন : বড় খবর! ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে মোদী সরকারের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকবেন কে? মিলল আপডেট

টলিউডে প্রায় দু দশক হতে চলল দেবের। বর্তমানে তাঁর যে জনপ্রিয়তা তা একবারে আসেনি। কেরিয়ারের শুরুর দিকে বাস্তবিকই প্রচুর ট্রোলড হয়েছেন তিনি। কিন্তু লক্ষ্য স্থির রেখে কাজ করে গিয়েছেন দেব। আজ ইন্ডাস্ট্রির মাথায় পৌঁছেও একটি মন্তব্যেই তিনি বুঝিয়ে দিলেন, পুরনো দিন ভোলেননি তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর