কে কী করছে তা নিয়ে আমার ভেবে কাজ নেই, পার্থ-অর্পিতা কাণ্ডে স্পষ্ট জবাব দেবের

বাংলাহান্ট ডেস্ক: বিভিন্ন মহলে আলোচনার বিষয়বস্তু এখন একটাই, পার্থ চট্টোপাধ‍্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ‍্যায় (Arpita Mukherjee)। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল‍্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়না, সম্পত্তির নথিপত্র সহ আরো অনেক কিছু। ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ অর্পিতা। ওই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল তা জানতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনকে।

পার্থ অর্পিতা কাণ্ডে স্বাভাবিক ভাবেই চাপে রয়েছে রাজ‍্যের শাসক দল। ইতিমধ‍্যেই তিনটি মন্ত্রক থেকে অপসারণ করা হয়েছে পার্থ চট্টোপাধ‍্যায়কে। দলের তরফে সাসপেন্ডও করা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। বিষয়টা নিয়ে তৃণমূলের কোনো তারকা সদস‍্যের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন সাংসদ অভিনেতা দেব (Dev)।

dev1 1615639721
এক সংবাদ মাধ‍্যমের তরফে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টই বলেন, “আমার নাম পার্থ চট্টোপাধ‍্যায় নয়, আমার নাম অর্পিতাও নয়। তাঁরা কী করেছে না করেছে সেটা নিয়ে তাঁরাই উত্তর দিতে পারবেন। আমার এটা নিয়ে কিছুই বলার নেই। কারণ আমি যাই বলব হয় পক্ষে হবে নয়তো বিপক্ষে হবে। তাই আমি যেটা জানি না বা বুঝি না সেটা নিয়ে কোনো মন্তব‍্য করাও উচিত হবে না।”

তিনি আরো বলেন, তিনি একটাই জিনিস খেয়াল রাখেন, তাঁর জন‍্য যেন দলের নাম খারাপ না হয়। তিনি নিজের কাজ, ব‍্যবহার সবটা ঠিক রাখার চেষ্টা করেন। তাঁর রাজনৈতিক দল, পরিবার, বন্ধুবান্ধব, সহকারী কারোর নাম যেন তাঁর জন‍্য খারাপ না হয় সেদিকে নজর রাখেন দেব। কারণ এটা নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি। এছাড়া বাকি কে কী করছে না করছে সেটা নিয়ে ভাবা তাঁর কাজ নয়।

প্রসঙ্গত, ইডি সূত্রে খবর, জেরায় অর্পিতা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে তাঁর বয়সে ফারাক থাকলেও খুব ভাল বন্ধু ছিলেন। স্ত্রীর মৃত‍্যুর পরেই নিঃসঙ্গতার জন‍্য নাকি অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অপসারিত মন্ত্রীর, ইডির জেরায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে তিনি এও দাবি করেছেন, সরকারি ছাপ মারা খামে আসা টাকার কথা প্রথমে তিনি জানতেন না।

অর্পিতা দাবি করেছেন, তিনি জানতেন খামগুলিতে দরকারি নথিপত্র থাকে। আসল ব‍্যাপারটা অনেক পরে জানতে পেরেছিলেন তিনি। ইডি আধিকারিকদের অর্পিতা জানান, পার্থ চট্টোপাধ‍্যায়ের কাছে তিনি এও জানতে চেয়েছিলেন যে টাকাগুলো কার। উত্তরে শুধু বলা হয়েছিল, প‍্যাকেট যেমন আছে তেমন ভাবেই যেন থাকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর