‘যারা বলছিল বাংলায় কিছু হচ্ছে না…’, শালবনি থেকে শিল্প নিয়ে ‘দিদি’কে প্রশংসায় ভরালেন দেব

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নই বাস্তব হচ্ছে, শালবনির নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠান থেকে এমনই মন্তব্য করতে শোনা গেল অভিনেতা সাংসদ দেবকে (Dev)। সোমবার জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থেকে দেব বলেন, তাঁর মতে এটা মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের বাস্তবায়ন। এমন আরো প্রকল্প বাংলায় হবে এবং বিরোধীদের যোগ্য জবাব মিলবে বলেও আশাবাদী দেব (Dev)।

শালবনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা দেবের (Dev)

শালবনিতে ৮০০ মেগাওয়াট করে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে জিন্দল গোষ্ঠী। প্রায় ১৬ হাজার কোটি টাকা খরচ হচ্ছে এই প্রকল্পের পেছনে। এদিন প্রকল্পটি নিয়ে সজ্জন জিন্দল বলেন, রাজ্যের উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করছেন। বাংলার উন্নতি হলে দেশেরও উন্নতি হবে। একই সুরে দেব (Dev) বলেন, ‘মনে হচ্ছে দিদির স্বপ্নই বাংলার মাটিতে বাস্তব হয়ে উঠছে। তার সবথেকে বড় উদাহরণ হল আজকের দিন’।

Dev praised mamata banerjee from shalboni

কী বার্তা দিলেন দেব: বিরোধীদের কটাক্ষ শানিয়ে তিনি আরো বলেন, ‘যারা বলছিল যে বাংলায় কিছু হচ্ছে না, তাদের দেখা উচিত। এই প্রকল্পের জন্য বাংলায় কত বড় লাভ হতে চলেছে তা দেখতেই হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে ব্যবসা থেকে চাকরি সবকিছু নিয়েই ভাবছেন তা আজ প্রমাণ হয়ে গেল’। সঙ্গে তিনি এও বলেন, জিন্দল গোষ্ঠীর পর ভবিষ্যতে আরো অনেক বড় শিল্পপতি আসবেন বাংলায়, আরো বড় প্রকল্প হবে রাজ্যে। সরকারের তরফেও সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেন অভিনেতা সাংসদ (Dev)।

আরো পড়ুন : ‘সীমা ছাড়াচ্ছে সুপ্রিম কোর্ট’, বিজেপি সাংসদের অভিযোগে প্রথম প্রতিক্রিয়া বিচারপতির, বললেন…

কটাক্ষ শানান মুখ্যমন্ত্রী: শিলান্যাস অনুষ্ঠানে বিরোধীদের উদ্দেশে তোপ দাগতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি বলেন, যাঁরা বলেন বাংলায় শিল্প হয় না, হচ্ছে না, তাঁরা চোখ খুলে দেখে যান। আসলে শিল্প নিয়ে বহুবার বিরোধীরা কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকারকে। এই সরকারের আমলে রাজ্যে শিল্প বিদায় নিয়েছে, এমনি মন্তব্য করতে শোনা গিয়েছে বিরোধীদের। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়েও উঠেছে কথা। তাই এবার পালটা বিরোধীদের কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন : সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে অবৈধ বালি খাদান, এবার বড় পদক্ষেপ নিল নবান্ন

আগামী দিনে শিল্পের ক্ষেত্রে বাংলার ভবিষ্যতে কী হতে চলেছে তা নিয়েও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে ৬ টি ইকোনমিক করিডোর তৈরি হয়েছে। দেউচা পাচামিতে কোল ব্লকে অন্তত ১ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। পুরুলিয়ার রঘুনাথপুরেও পাঁচটি কোম্পানি বিনিয়োগ করতে চলেছে। পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরও উদ্বোধন হলে সেখানেও কর্মসংস্থান হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X