বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়া জুড়ে করোনার ঢেউ। দিন দুয়েক আগেই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন দেব (dev) ও রুক্মিনী মৈত্র (rukmini moitra)। একযোগে করোনা আক্রান্ত হয়েছেন দুজনেই। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন টলি ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটি। কিন্তু দূরে দূরে থেকেও বান্ধবীকে প্রশংসায় ভরিয়ে দিতে ভোলেননি দেব।
করোনা আক্রান্ত হয়ে আপাতত ঘরবন্দি রুক্মিনী। তাই পুরনো একটি ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে জানিয়েছেন ঘরবন্দি থাকা অবস্থায় কী কী খেতে ইচ্ছা করছে তাঁর। অসুস্থ অবস্থায় ডায়েট ভুলে কফি, চকোলেটে মন মজেছে রুক্মিনীর।
বান্ধবীর ছবি দেখে প্রশংসা না করে পারেননি দেব। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই কোয়ারেন্টাইনে এত সুন্দর দেখাতে পারো’। দেবের প্রশংসার উত্তরে একগাল হেসে নেটমাধ্যমেই আলিঙ্গন পাঠিয়েছেন অভিনেত্রী। কোয়ারেন্টাইনে থেকেও মনকে অসুস্থ হতে দেননি দেব। কখনো টনিকের হাউজফুল শোয়ের স্ক্রিনশট শেয়ার করছেন। আবার কখনো সতীর্থর কাছে আবদার করছেন বিরিয়ান, চিকেন চাপ পাঠানোর।
https://www.instagram.com/p/CYbkigvl6fe/?utm_medium=copy_link
প্রসঙ্গত, গত বুধবার রাতেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান দেব। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ভাবার জন্য ধন্যবাদ। রিপোর্ট পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমি করোনা পজিটিভ, কিন্তু প্রায় কোনো উপসর্গই নেই। এখন বাড়িতেই আইসোলেশনে রয়েছি।’
একই খবর জানিয়েছেন রুক্মিনীও। তিনি লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। বাড়িতে আইসোলেশনে রয়েছি, পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে। এখন কঠিন সময়, তাই শক্ত থাকুন এবং মাস্ক পরুন। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। ধন্যবাদ।’
অপরদিকে দেব জানিয়েছেন সব ঠিকঠাক থাকলে চলতি বছর দূর্গাপুজোতেই মুক্তি পেতে পারে তাঁর ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘কাছের মানুষ’। পোস্টারটি ফের শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই অনিশ্চয়তায় ভরা সময়ে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমাদের ‘কাছের মানুষ’ মুক্তি পাবে ২০২২ এর পুজোয়।’