এমপি হতেই হবে, মুখ‍্যমন্ত্রীর নির্দেশ অমান‍্য করতে পারেননি! ছবির প্রচারে ‘দিদি’কে নিয়েও ঠাট্টা করলেন দেব

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে এই মুহূর্তে ব‍্যস্ততম তারকা দেব। একটা ছবি মুক্তি পেতে না পেতেই আরেকটি ছবির ঘোষনা করছেন তিনি। এক দু মাসের অন্তরে সিনেমা আসছে দেবের (Dev)। এই যেমন চলতি মাসের শেষেই দর্শকদের দূর্গাপুজোর উপহার দেবেন দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। আসছে ‘কাছের মানুষ’। আপাতত তারই শেষ মুহূর্তের প্রচারে ব‍্যস্ত দুই নায়ক।

প্রতিবার প্রচারের নতুন নতুন পন্থা খুঁজে বের করেন দেব‌। এবারে তাঁর তুরুপের তাস ‘স্ট‍্যান্ড আপ কমেডি’। প্রসেনজিৎকে দিয়ে ইতিমধ‍্যেই কমেডি করিয়েছেন তিনি। এবার নিজেই লোক হাসানোর দায়িত্ব নিলেন দেব। প্রসেনজিৎ থেকে শুরু করে সৃজিত মুখোপাধ‍্যায়, এমনকি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে পর্যন্ত টেনে আনলেন অভিনেতা।


দেবের বক্তব‍্য, তিনি কাউকে না করতে পারেন না। সৃজিত মুখোপাধ‍্যায়, যিনি কিনা প্রসেনজিতের ‘কাছের মানুষ’, তিনি একদিন ফোন করে বললেন, একটা স্ক্রিপ্ট আছে। কিন্তু সেখানে সংলাপ নেই। তিনি না করতে পারেননি। এরপরেই তিনি বলেন, “দিদি একদিন ফোন করে বলল, দেব তোমাকে এমপি হতে হবে। আমি…” বলে ঘাড় নাড়েন অভিনেতা। দর্শকাসনে তখন হাসির ঢল।

শুধু তাই নয়, দেব বলেন তিনি যা বলবেন সত‍্যি বলবেন। তবে শর্ত সাপেক্ষে। আসলে এটা বলা অভ‍্যাস হয়ে গিয়েছে। কারণ না হলে অনেকে রেগে যেতে পারে। এমনকি তদন্তও হতে পারে! রাজ‍্যে যা সব ঘটছে। নিজের উচ্চারণের ত্রুটি নিয়েও নিজেই নিজের ঠাট্টা করেন দেব।

তিনি বলেন, তাঁকে নিয়ে নাকি একটা সার্ভে করা হয়েছিল। সেখানে জানা গিয়েছিল, লোকে তাঁর কথা অর্ধেক বোঝে বলে অর্ধেক সিনেমা দেখে হল ছেড়ে বেরিয়ে যায়। আগে এসব ট্রোলে কষ্ট পেতেন। কিন্তু এখন বুঝেছেন যে সফল মানুষদের নিয়েই ট্রোল হয়।

এমনকি কৌশলে নিজের প্রচার করেও দেব বলেন, তিনি নিজের ঢাক নিজে পেটান না। জিৎ সবাই হয়। কিন্তু দেব একজনই, এমন কথা তিনি কখনো কোথাও বলেছেন কিনা কেউ দেখিয়ে দিক। ‘মহানায়ক’ থেকে ‘বঙ্গভূষণ’এ উত্তীর্ণ হওয়া নিয়েও ঠাট্টা করেন দেব।

X