শুটিং শেষের আনন্দ, এক ঘর লোকের সামনেই মাটিতে বসে নাগিন ডান্স দেব-রুক্মিনীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের শীতের ছুটিতেই মিষ্টিপ্রেমী বাঙালির মুখ আরো মিষ্টি করতে আসছে ‘কিশমিশ’। সৌজন‍্যে, দেব (dev) এবং রুক্মিনী মৈত্র (rukmini moitra)। এক বছর আগেই এই ছবির শুটিং শুরুর ঘোষনা সেরেছিলেন দেব। মিষ্টি প্রেমের মিষ্টি কাহিনি নিয়ে দর্শকদের মন জয় করতে তৈরি ছিল কিশমিশ। কিন্তু করোনা আবহে গত পুজোয় ভেস্তে গিয়েছিল ছবির মুক্তি।

অতি সম্প্রতি ছবির শুটিং শেষ করেছেন দেব রুক্মিনী। আর সেই আনন্দে শুটিং ফ্লোরেই নাগিন ডান্সে মাতলেন এই অনস্ক্রিন তথা অফস্ক্রিন জুটি। নাচের ছবি নিজেরাই শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে রীতিমতো মাটিতে বসে নাগিন ডান্স করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। প্রেমিকার তালে তাল মিলিয়েছেন দেবও।


দেব রুক্মিনী দুজনের সোশ‍্যাল মিডিয়ার পাতাতেই চোখে পড়েছে একই ছবি, একই ক‍্যাপশন। সবার হৃদয় জিতে নেবে কিশমিশ, সমস্বরে এই প্রতিজ্ঞাই করেছেন দেব রুক্মিনী। ছবির মুক্তির আগেই সুপারহিট কৃশানু এবং রোহিণীর নাগিন ডান্স।

হ‍্যাঁ, এই নামেই কিশমিশে দেখা যাবে দেব রুক্মিনীকে। এই প্রথম এক স্কুল পড়ুয়ার চরিত্রে অভিনয় করবেন দেব। তাঁর লুক নিয়ে ইতিমধ‍্যেই উত্তেজিত অনুরাগীরা। জানা যাচ্ছে তিন দশকের তিন রকম লুকে দেখা যাবে নায়ক নায়িকাকে। আশির দশক, ২০১৪-১৫ সাল এব‌ং অন‍্যটি মোটামুটি ২০২২-২০২৪ সালের সময়টা উঠে আসবে এই রোম‍্যান্টিক কমেডি ছবিতে।

https://www.instagram.com/p/CUCC7mJJxzs/?utm_medium=copy_link

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মুখোপাধ‍্যায়। গত বছর ভ‍্যালেন্টাইনস ডে তেই ছবির টিজার প্রকাশ‍্যে এনেছিলেন দেব। টিজারটি ছিল অ্যানিমেটেড। প্রথমেই নিজেকে ফেলুদা বলে পরিচয় দেন দেব। তবে এই ফেলু সেই ফেলু নয়, বারে বারে ফেল করেই নাম ফেলুদা হয়ে গিয়েছে বলে জানান অভিনেতা। তার আসল নাম কৃশানু।

সে একটি মেয়েকে ভালবাসে, তাকে বিয়ে করার স্বপ্নও দেখে। কিন্তু মেয়েটিকে বিয়ের কথা বললেই সে রেগে যায়। বলা বাহুল্য মেয়েটি রুক্মিনী। শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না সেই বিষয়ে দেব কিছুই জানাননি। শুধু বলেছিলেন, তাঁর বিয়ে হোক বা না হোক, সবারই আমন্ত্রণ রইল।

সম্পর্কিত খবর

X