কোনোদিন নিজের ছবির জন‍্য হল পেতে সাংসদের ক্ষমতা দেখাইনি, এখনো লড়াই করতে হয়: দেব

বাংলাহান্ট ডেস্ক: প্রসেনজিৎ চক্রবর্তী পরবর্তী প্রজন্মের সুপারস্টার দেব (Dev)। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি এখন একজন প্রযোজকও। একটার পর একটা ছবি মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজনা সংস্থার থেকে। প্রায় সব ছবিতেই নিজেও অভিনয় করেন দেব। গোলন্দাজ টনিক, কিশমিশ সব ছবিই সুপারহিট হয়েছে। হলে দেবের ছবিই চলেছে। কিন্তু সেসব হলের জন‍্য মালিকদের রীতিমতো ফোন করে করে আর্জি জানিয়েছেন অভিনেতা সাংসদ।

হ‍্যাঁ, তিনি সাংসদও বটে। কিন্তু সেই পদমর্যাদার সুযোগ কখনো ওঠাননি দেব। আগামীতে ‘কাছের মানুষ’ মুক্তি পেতে চলেছে তাঁর। এই ছবির প্রচার করতে গিয়েই কয়েক মাস আগে ‘টনিক’ এর সময়কার কথা মনে পড়ে গিয়েছে তাঁর। ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল টনিক। তারপর রবিবারই ছির দেবের জন্মদিন।

   

Dev1
কিন্তু সেবার জন্মদিনটা অভিনেতার কেটেছিল হল মালিকদের ফোন করে করে। প্রথমদিন হাউজফুল হলে শো বাড়ানোর কথা বলে, নিজের জন্মদিনের কথা বলে হল চেয়েছেন, শো বাড়িয়েছেন। কিন্তু ক্ষমতার প্রদর্শন করেননি কোথাও, এমনটাই জানান দেব। এখনো নাকি নিজের ছবির জন‍্য হল পাওয়া নিয়ে লড়াই করতে হয় তাঁকে।

দেব জানান, এখন নন্দনে হল পাওয়া নিয়ে অনেক বিতর্ক হয়। তিনিও প্রথমে বেশ কিছু ছবির জন‍্য নন্দনে জায়গা পাননি। তবে তিনিই প্রথম যিনি হল নিয়ে লড়াই করেছিলেন। তখন তাঁর একার লড়াই দেখে অনেকেই খোঁটা দিত। সাংসদ হল পাচ্ছে না বলে হাসাহাসি করত।

দেব বলেন, ক্ষমতা প্রদর্শন করে হয়তো একটা হল তিনি পেতে পারবেন। কিন্তু সবসময় হয়তো সাংসদ তিনি নাও থাকতে পারেন। কিন্তু তাঁর লড়াইটা থাকবে। এখন এমন অবস্থা যে প্রথম সারির প্রযোজনা সংস্থাও হল পাচ্ছে না। দেবের স্পষ্ট কথা, এখন যদি টলিউড হিন্দি, দক্ষিণী বা ইংরেজি ছবিকে হল ছেড়ে দেয়, তাহলে আগামীতে বাংলা ছবিই হল পাবে না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর