বাংলাহান্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির সুদিন ফেরানোর জন্য উঠেপড়ে লেগেছে অভিনেতা অভিনেত্রীরা। দর্শকদের বাংলা ছবি দেখতে অনুরোধ করার পাশাপাশি নিজেরাও প্রচার করছেন অন্য অভিনেতা অভিনেত্রীর ছবির। প্রতিযোগিতা নয়, সবাই মিলে একসঙ্গে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন লক্ষ্য। সম্প্রতি সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘কলকাতার হ্যারি’র জন্য ভিডিও বার্তায় প্রচার করেছেন দেব (Dev)।
গরমের ছুটিতে মুক্তি পেয়েছে এবং পেতে চলেছে একগুচ্ছ বাংলা ছবি। দেব ও রুক্মিনী মৈত্র অভিনীত ‘কিশমিশ’ মুক্তি পেয়েছে গত ২৯ এপ্রিল। আর ৬ মে মুক্তি পেল সোহমের কলকাতার হ্যারি। ভিডিও বার্তায় দর্শক, অনুরাগীদের ছবিটি দেখার অনুরোধ করলেন দেব।
একটি ভিডিও শেয়ার করেছেন সোহম। দেবকে পাশে নিয়ে বসে রয়েছেন তিনি। সোহমকে নিজের ‘ভাই’, ‘বন্ধু’ বলে পর্দার টিনটিন বলেন, ইন্ডাস্ট্রির সবথেকে ভাল অভিনেতাদের মধ্যে একজন সোহম। তাঁকে দেখে তিনি অভিনয় শিখতেন এবং এখনো শেখেন। কলকাতার হ্যারি পরিবার, বাবা মা, বন্ধুবান্ধব সবাইকে সঙ্গে নিয়ে দেখার মতো একটা ছবি।
দেবের কথা শেষ হতেই সোহম বলেন, গত ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে কিশমিশ। সবাই ছবিটি দেখেছেন, সফল করেছেন। সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেব সোহম। একই ভাবে আগামীতেও যা যা বাংলা ছবি আসবে সেগুলোও যেন দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন, আর্জি সোহমের।
উল্লেখ্য, ৬ মে কলকাতার হ্যারির সঙ্গেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর ‘মিনি’ও। এক সময়ের একই ছবির দুই নায়ক নায়িকার মধ্যে টক্কর লাগবে? সংবাদ মাধ্যমকে সোহম জানিয়েছিলেন, টক্কর না বলে এটাকে সুস্থ প্রতিযোগিতা বলাই ভাল। মিনি আর কলকাতার হ্যারি দুটোই বাংলা ছবি কিন্তু গল্প আলাদা। দুটো ছবিই দেখার অনুরোধ জানিয়েছেন সোহম।