নন্দনে শো পায়নি, বয়েই গেল! আবার কাজ করব মিঠুনদার সঙ্গে, বলে দিলেন দেব

বাংলাহান্ট ডেস্ক: নন্দনে ‘প্রজাপতি’র (Projapoti) জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক অব্যাহত। বিষয়টায় লেগেছে রাজনৈতিক রঙ। বিজেপির মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) থাকার জন্যই তৃণমূল সাংসদ দেবকেও (Dev) বঞ্চিত হতে হয়েছে, এমনটাই দাবি বিরোধী শিবিরের। অভিযোগ পালটা অভিযোগের পালা চললেও এই কাদা ছোড়াছুড়িতে অংশ নেননি দেব, মিঠুন। বরং নন্দনে শো না পাওয়া সত্ত্বেও দেবের বক্তব্য, ভবিষ্যতে ফের মিঠুনদার সঙ্গে কাজ করতে ইচ্ছুক তিনি।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দেব বলেন, তিনি দেব হয়েছেন সিনেমার জন্যই। রাজনীতির জন্য নয়। সিনেমা করেই তিনি রাজনীতিতে পা রেখেছেন। তাঁর কাছে প্রথম এবং শেষ ভালবাসা সিনেমাই। রাজনীতি এবং সিনেমা দুটো জগৎকে আলাদা করে রেখেছেন দেব। আর দুটো জগতেই তিনি সৎ ভাবে কাজ করার চেষ্টা করেন। দেব স্পষ্ট ভাষায় বলেন, তিনি রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে কাউকে কাজ থেকে বঞ্চিত করেছেন, একথা কেউ কোনোদিন বলতে পারবে না।

dev mithun marriage

নন্দনে শো পায়নি প্রজাপতি। তাতে অবশ্য দেব খুব একটা বিচলিত নন। তাঁর কথায়, নন্দনে খুব কম টাকায় ছবি দেখা যায় বলে মধ্যবিত্ত মানুষ খুব সহজেই ছবি দেখতে পারে। এছাড়া তাঁর আর কোনো খারাপ লাগা নেই ছবি মুক্তি না পাওয়া নিয়ে। বরং ভবিষ্যতেও তিনি মিঠুনের সঙ্গে কাজ করতে চান বলে স্পষ্ট জানিয়েছেন দেব।

ছবিটি নন্দনে মুক্তি না পাওয়া নিয়ে একটি টুইটও করেছিলেন দেব। টুইটে সাংসদ অভিনেতা লেখেন, ‘এবারে নন্দনকে মিস করব। কোনো ব‍্যাপার নয়। আবার দেখা হবে। গল্প শেষ।’ একই দিনে মুক্তিপ্রাপ্ত অন‍্য দুটি ছবি ‘হামি ২’ এবং ‘হত‍্যাপুরী’ নন্দনে জায়গা পেল, অথচ প্রজাপতিই পেল না। অনেকেই মনে করেছিলেন, অভিমানের জায়গা থেকে টুইটটি করেছেন দেব।

কিন্তু এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে সাংসদ অভিনেতা বলেন, আক্ষেপ প্রকাশ করতে নয়, বরং বিতর্ক থামাতেই টুইটটি করেছেন তিনি। নন্দনে প্রজাপতি জায়গা পায়নি ঠিকই, কিন্তু অন‍্য সব হলেই হাউজফুল ছবি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর