মোদী বা দিদির ট্রেন নয়, শিক্ষার অভাবেই বন্দে ভারতে ঢিল, স্পষ্ট জবাব দেবের

বাংলাহান্ট ডেস্ক: ‘প্রজাপতি’ বিতর্ক, বক্স অফিস সংগ্রহের হাল হকিকত দেখা, সিনেমার কাজ নিয়ে বেশ কিছুদিন খুব ব্যস্ত ছিলেন দেব (Dev)। অন্য কোনো দিকে তাকানোর ফুরসত পাননি। এখন প্রজাপতি বিতর্ক অন্তর্হিত। ছবি ভাল ব্যবসা করছে, পুরস্কারও এসে গিয়েছে ঝুলিতে। এবার সাংসদের দায়িত্ব পালনে নামলেন দেব। সপ্তাহের প্রথম দিনই ছুটলেন নিজের কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।

এদিন ঘাটালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবাস দুর্নীতি থেকে বন্দে ভারত এক্সপ্রেস আক্রান্ত হওয়ার ঘটনা সহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মুখ খুলতে দেখা যায় দেবকে। পাশাপাশি প্রজাপতি বিতর্কের প্রসঙ্গ তুলে নিজের দলের কর্মীদের উদ্দেশে বার্তা দেন তিনি।

vcbccb

আবাস যোজনা বিতর্ক নিয়ে দেব স্পষ্টই বলেন, ‘যাদের পাকা বাড়ি আছে তারা আবার বাড়ি পাচ্ছে, অথচ যাদের মাথার উপরে ছাদ নেই তারা পাচ্ছে না। এটা ভুল হচ্ছে। সে আমার দলই হোক বা অন্য কোনো দল, যেটা ভুল সেটা ভুল। যাদের প্রাপ্য তাদেরই সুবিধা পাওয়া উচিত’।

এদিন প্রজাপতি বিতর্ক নিয়েও ফের মুখ খোলেন দেব। রাজনৈতিক সৌজন্য রক্ষায় বিশ্বাসী সাংসদ অভিনেতা বলেন, মিঠুন দা আর তিনি বাবা ছেলের মতো রয়েছেন। তাহলে সাধারণ মানুষ পারছে না কেন? দেবের কথায়, রাজনীতি মানে হল সাধারণ মানুষের আপদে বিপদে পাশে থাকা। মারপিট, রক্তারক্তির রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। রাজনীতি করা মানেই অপর দলকে শত্রু ভাবা ঠিক নয়।

বিরোধীদের বিরুদ্ধে খুব একটা সুর চড়াতে দেখা না গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা বারবার শোনা গিয়েছে দেবের মুখে। এদিনও তিনি বলেন, যেকোনো বাঙালিই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখলে খুশি হবে। কর্মীরা সকলেই দলনেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস বারংবার আক্রান্ত হওয়ার ঘটনা এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গেও খোলাখুলি ভাবে কথা বলেন দেব। তাঁর কথায়, ‘এটা মোদী বা দিদির ট্রেন নয়। সাধারণ মানুষের ট্রেন। কোনো রাজনীতির বাহন নয়। শিক্ষার অভাবেই ট্রেনে ঢিল মারা, আগুন লাগানোর মতো কাজ করা হয়।’

Niranjana Nag

সম্পর্কিত খবর