বাংলাহান্ট ডেস্ক: গোয়েন্দাপ্রেমী বাঙালির চিরকালের প্রিয় সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী (Byomkesh)। বইয়ের পাতা থেকে উঠে এসে বহুকাল আগেই সিনেমার পাতায় জায়গা করে নিয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত এই চরিত্র। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতারা ধরা দিয়েছেন ব্যোমকেশ রূপে। খুব শীঘ্রই এই ভূমিকায় দেখা যাবে দেবকে (Dev)। কিন্তু তার আগে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) নিয়ে বাঁধল গণ্ডগোল।
আসলে বর্তমান প্রজন্মে টলিউডে ব্যোমকেশ রূপে যে কজন অভিনেতা বিশেষ ভাবে জনপ্রিয় হয়েছেন তাদের মধ্যে অনির্বাণ অন্যতম। তাঁর অভিনীত ওয়েব সিরিজ গুলি রীতিমতো হিট। খুব শীঘ্রই নতুন সিজন আসছে এই সিরিজের। আর অদ্ভূত ভাবে সিরিজেও থাকছে ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ গল্পটি।
এদিকে এতদিনে সকলেই জেনে গিয়েছেন ব্যোমকেশ চরিত্রে দেব প্রথম অভিনয় করছেন ‘দূর্গরহস্য’ ছবিতে। দুটো একই গল্প অবলম্বনে, একটি মুক্তি পাচ্ছে সিনেমা হয়ে, অপরটি ওয়েব সিরিজ। সিনেমার পরিচালনায় বিরসা দাশগুপ্ত আর সিরিজের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বলা বাহুল্য, দুটোর মধ্যে তুল্যমূল্য বিচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল দেবকে। অনির্বাণ অভিনীত ব্যোমকেশ কেমন লাগে? প্রশ্নের উত্তরে অভিনেতা সোজাসাপটা উত্তর দেন, অনির্বাণ এই প্রজন্মের দুর্দান্ত অভিনেতা। তাঁর পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ ছবিটির ভূয়সী প্রশংসা করে দেব বলেন, ‘পরিচালক হিসেবে অনির্বাণ খুব দক্ষ। আসলে ও একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ। আমরা ছোটখাট অভিনেতা আমাদের মতো করে কাজ করছি’।
প্রসঙ্গত, ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের ব্যানারে তৈরি হচ্ছে। দেব হচ্ছেন ব্যোমকেশ। তাঁর সত্যবতী যথারীতি রুক্মিনী মৈত্র। অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে। বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট।