আছে বিলাসবহুল গাড়ি, তবু আজও অটো ট্যাক্সিতে চড়েন দেব! কেন এমনটা করেন টলিউডের সুপারস্টার?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। চোখে এক আকাশ স্বপ্ন নিয়ে এসেছিলেন কলকাতায়। দিনের পর দিন করেছেন স্ট্রাগল। তারপর বাকিটা ইতিহাস। তাঁর আমলে বাংলা ছবি পেয়েছে নতুন দিশা। মারমার কাটকাট উচ্ছাসময় শুক্রবারের উন্মাদনা ফিরিয়ে এনেছিলেন তিনি। তিনি আমাদের সকলের দেব।

অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও যথেষ্ট শক্ত জমি তৈরি করেছেন। পরপর দুইবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। যতদিন গেছে ততই জনপ্রিয়তা বেড়েছে এই সুপারস্টারের। আজ সাফল্যের চূড়ায় তিনি রাজার মতো বিরাজ করছেন। তবুও দেব ভুলে যাননি তাঁর অতীত দিনের স্ট্রাগলের কথা।

আরোও পড়ুন : লাড্ডু বানিয়েই করলেন বাজিমাত! ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ২ কোটির ব্যবসা ইঞ্জিনিয়ার দম্পতির

কলকাতায় যখন প্রথম কাজের সন্ধানে দেব আসেন, তখন তাঁর কাছে ট্যাক্সি চড়া লাক্সারি ব্যাপার ছিল। শুটিংয়ে যেতেন মেট্রো করে। তারপর তিলে তিলে করেছেন নিজের ফ্ল্যাট-গাড়ি। তবুও নিজের অতীত দিনের কথা ভুলে যাননি তিনি। দেব সম্প্রতি জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি এখনো যাতায়াত করেন ট্যাক্সি, অটোতে।

actor dev alias deepak adhikari trinamool 827547

দেব বলছেন দিল্লিতে সংসদ ভবনে যাওয়ার সময় তিনি ট্যাক্সি করেই যান। মুম্বাই গেলে এখনো চড়েন অটোতে। এমনকি প্রথম দিকে কলকাতায় শুটিংয়ে যাওয়ার জন্য অটোতেই চাপতেন দেব। তবে প্রোডাকশন থেকে টাকা পেলে কখনো কখনো ট্যাক্সি চেপে বিলাসিতা করতেন। সব মিলিয়ে বলা যায়, আজও মাটির মানুষ দেব।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X