হাতে মালা নিয়ে তৈরি দেব, রুক্মিনী নয়, বদলে গেল বিয়ের কনে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দেব (Dev) রুক্মিনী (Rukmini Moitra), টলিউডের জনপ্রিয় লাভ বার্ডস। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমটা ইন্ডাস্ট্রির অন‍্যতম চর্চার বিষয় হয়ে থেকেছে। সম্পর্কটা সরাসরি স্বীকার না করলেও অস্বীকারও করেননি তাঁরা। তাই দেব এবং তাঁর দেবীর বিয়ে কবে হবে সেটাই এখন ইন্ডাস্ট্রির সবথেকে বড় প্রশ্ন। কিন্তু বিয়ের নামগন্ধও করছেন না দেব রুক্মিনী কেউই।

যদিও সোশ‍্যাল মিডিয়ায় অভিনেতা সাংসদের একটি ছবি নিয়ে শোরগোল পড়েছে। নীল পাঞ্জাবিতে দেব, হাতে মালা। বোঝাই যাচ্ছে মালাবদলের জন‍্য একেবারে তৈরি। তবে পাশে কিন্তু রুক্মিনী নয়, দেখা মিলল টলিউডেরই অন‍্য এক অভিনেত্রীর। তিনি আবার রাজনৈতিক জগতেরও একজন ব‍্যক্তিত্ব বটে।

dev bagha jatin
তিনি কৌশানি মুখোপাধ‍্যায় (Koushani Mukherjee)। দেবের শেয়ার করা ছবিতে তাঁর হাতেও দেখা গেল মালা। বিয়ের কনে কি বদল হয়ে গেল নাকি? মনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। তবে জানিয়ে রাখি, এ ছবি কিন্তু বাস্তবের কোনো দৃশ‍্যের নয়। ক‍্যাপশনেই দেব জানিয়েছেন, এটা আসলে ‘প্রজাপতি’ ছবির একটি ডিলিটেড দৃশ‍্য। সঙ্গে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘বলতে পারবেন কার বিয়ের পরিকল্পনা করছিলাম আমরা?’

প্রজাপতি ছবিতে দেবের দুজন নায়িকাকে দেখা গিয়েছিল। শ্বেতা ভট্টাচার্য এবং কৌশানি মুখোপাধ‍্যায়। তবে কৌশানির সঙ্গে এই দৃশ‍্যটি কোনো কারণে মুছে দেওয়া হয়েছিল। প্রজাপতির বক্স অফিস সংগ্রহের ঢল দেখে সেই অদেখা দৃশ‍্যই সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন দেব।

https://www.instagram.com/p/Cnbixn5yDEy/?igshid=YmMyMTA2M2Y=

প্রথম সপ্তাহ থেকেই প্রজাপতির ব‍্যবসার অঙ্ক চমকপ্রদ ছিল। বছরের প্রথম দিনে রেকর্ড ব‍্যবসা করেছিল এই ছবি। গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রজাপতি। তারপ‍র থেকে তিন সপ্তাহ অতিক্রান্ত। এখনো চুটিয়ে ব‍্যবসা করছে প্রজাপতি।

অজন্তা সিনেমা হলের মালিকের কথায়, প্রথম সপ্তাহে ২.১৭ কোটি টাকা তুলেছিল প্রজাপতি। দ্বিতীয় সপ্তাহে সেটা বেড়ে দাঁড়িয়েছিল ২.৮৫ কোটি টাকায়। দু সপ্তাহে মোট আয় ছিল ৫ কোটিরও বেশি। প্রথম সপ্তাহে ১৮৯ টি শো নিয়ে মুক্তি পেয়েছিল প্রজাপতি। দ্বিতীয় সপ্তাহে এক লাফে শো বেড়েছিল আরো ১০০ টি।

তৃতীয় সপ্তাহে ব‍্যবসার পরিমাণ কিছুটা কমেছে প্রজাপতির। ১.৯৯ লক্ষ টাকা তুলে তিন সপ্তাহে প্রায় ৭.০১ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। সাম্প্রতিক কালে কোনো বাংলা ছবির ক্ষেত্রে এই পরিমাণ ব‍্যবসা দেখা যায়নি বলাই যায়। সেদিক দিয়ে রেকর্ড গড়েছে প্রজাপতি।

সম্পর্কিত খবর

X