মিঠুনের হাত ধরে হিড়হিড় করে টেনে আনছেন দেব! ছবি পোস্ট করে বিতর্ক বাড়ালেন সাংসদ

বাংলাহান্ট ডেস্ক: রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে লক্ষ্মীলাভ হচ্ছে ‘প্রজাপতি’ (Projapoti) টিমের। ছবির অভিনেতা তথা প্রযোজক দেব (Dev) খুশির খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার আগে অবশ্য এই ছবির আরেক মুখ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়ে একচোট বিতর্ক হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। না চেয়েও সেই বিবাদে জড়িয়ে পড়েন দেব। নিজেরই দলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বাদানুবাদ শুরু হয় তাঁর। অভিনয়ে সিনিয়র মিঠুনের পাশেই দাঁড়ান তিনি।

দেব কুণাল বিতর্ক বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতি সরগরম করে রেখেছিল। তবে দেব বারবারই আর্জি জানিয়েছেন, প্রজাপতি নিয়ে বিতর্ক না বাড়াতে। এতে দর্শকেরা ভয় পেয়ে যাবেন। ছবির ব্যবসা বাড়বে না। বাংলা ছবির পাশে এখন দাঁড়ানো খুব দরকার। তাঁর প্রার্থনা সফল হয়েছে। বাংলা ছবির ইতিহাসে রেকর্ড গড়ে এক দিনে কোটি টাকারও বেশি ব্যবসা করেছে প্রজাপতি।

projapoti

এর মাঝেই দেবের শেয়ার করা একটি ছবি ঘিরে ফের শুরু গুঞ্জন। প্রজাপতি ছবিরই একটি দৃশ্যের ছবি শেয়ার করেছেন তিনি। অনস্ক্রিন বাবা মিঠুনের হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসছেন দেব। ক্যাপশনে তাঁর জনপ্রিয় ক্যাপশন ‘এমনি’। কিন্তু এই ছবিটি আর ক্যাপশন নতুন করে জল্পনা উসকে দিয়েছে। প্রজাপতি বিতর্কে উত্তর দিতেই কি এই ছবি পোস্ট দেবের? উঠছে প্রশ্ন।

গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। দেব মিঠুনের জুটি দেখার জন্য সিনেমা হলে উপচে পড়ছে দর্শকদের ভিড়। বিগত প্রায় সবকটি ছবির মতো দেবের এই ছবিও লক্ষ্মী ঘরে আনছে প্রথম দিন থেকেই। বিশেষ করে ২০২৩ এর প্রথম দিনেই যে সাফল্য পেয়েছে প্রজাপতি তা বাস্তবিকই নজিরবিহীন।

https://www.instagram.com/p/Cm9W61_yCHl/?igshid=YmMyMTA2M2Y=

 

প্রসঙ্গত, বছরের প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে প্রজাপতি। শুধু বাংলা নয়, গোটা দেশে হাউজফুল চলেছে এই ছবি। এ রাজ্যের পাশাপাশি মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদেও মুক্তি পেয়েছে প্রজাপতি। বছরের প্রথম দিনে সর্বত্রই হাউজফুল ছিল ছবিটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া লাইভে এসে এই সুখবর দেন দেব। সঙ্গে ছিলেন ছবির পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায় চৌধুরী।

এক দিনেই ১ কোটির বেশি টাকা আয় করেছে প্রজাপতি। বাংলা ছবির ইতিহাসে এটা রেকর্ড বলেই গণ্য করা হচ্ছে। অভিনেতা এবং প্রযোজক হিসাবে এটা দেবের কাছে নিঃসন্দেহে বড় গর্বের বিষয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর