সাত বছরে দেশের অর্থনীতির হাল ৭০ বছরের থেকেও খারাপ, প্রচারে বেরিয়ে বিজেপিকে তোপ দেবের

বাংলাহান্ট ডেস্ক: এতদিন শুটিং নিয়ে ব‍্যস্ত থাকলেও এবার কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের (tmc) সাংসদ অভিনেতা দেব অধিকারী (dev)। পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রের তুরকা গ্রামে প্রচারে যান দেব। তৃণমূল প্রার্থী বিক্রমচন্দ্র প্রধানের হয়ে প্রচার করেন তিনি।

এদিন প্রচার সভায় বিজেপির (bjp) উদ্দেশে কড়া আক্রমণ শানাতে দেখা গেল দেবকে। তিনি জোর গলায় বলেন, বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনো জায়গা নেই। তাই যারা ধর্ম নিয়ে খেলে তাদের বাংলায় কোনো জায়গা নেই। বাংলায় শুধু শান্তির খেলা হবে।

   

dev 1
এদিন বিজেপির ‘সোনার বাংলা’ স্লোগানকেও কটাক্ষ করেন দেব। তিনি বলেন, যারা মানুষের জন‍্য কাজ করবেন তারাই ভোট পাবে। আজ সোনার বাংলা গড়ার স্লোগান ভালো চলছে। সোনার বাংলা হলে আমাদের সকলেরই লাভ। কিন্তু আজ যারা এই স্লোগান দিচ্ছে তারাই ২০১৪ সালে বলেছিলেন সোনার চিড়িয়া বানানোর কথা।

এখানেই শেষ নয়। বিজেপিকে তীব্র কটাক্ষ করে দেব বলেন, “সাত বছর ধরে দেশের অর্থনীতির হাল গত ৭০ বছরের থেকেও খারাপ। এরাই বলছেন সোনার বাংলা গড়বেন! বিজেপি বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল। অথচ দেশের বেকারত্বের হার গত ৫০ বছরের থেকেও খারাপ হয়েছে। নির্বাচনের আগে চাকরি দেওয়ার মিথ‍্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। মানুষের জন‍্য উন্নয়ন হোক, এটা নিয়েই খেলা হবে।”

এর আগে এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার মুখোমুখি হয়ে দেব বলেন, মানুষ এখনো মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাশে রয়েছে। কোনো ভাঁওতাবাজদের পাশে নয়। গত বছরে মানুষের জন‍্য অনেক কাজ করেছেন দিদি। হিন্দু মুসলিম কার্ড খেলা হয়নি। শুধুমাত্র উন্নয়ন হয়েছে। আজ তার উদাহরণ হিসাবে এত মানুষের সমর্থন।

দেব আরো বলেন, “আমি যখন ২০১৪ থেকে নির্বাচনী প্রচারে যাই তখনি বলেছিলাম যে ভাল কাজ করবে মানুষ তাকেই ভোট দেবে। মমতা বন্দ‍্যোপাধ‍্যায় যা কাজ করেছেন তা এর আগে কখনো হয়নি। নারী সুরক্ষা থেকে স্কুল, হাসপাতাল, কৃষি, রাস্তাঘাটের উন্নতি হয়েছে। আজকে যারা দুর্নীতির কথা বলছেন তারা গত ১০ বছর ধরে তো এই দলটার সঙ্গেই ছিলেন। আজ হঠাৎ মনে হচ্ছে ওই দলটা ভাল। এর জবাব মানুষ দেবে। ২রা মে আসলেই দেখা যাবে ফের মা মাটি মানুষের সরকারই আসবে।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর