কৃষ্ণাঙ্গ হত‍্যা, হাতি মৃত‍্যু নিয়ে প্রতিবাদ, পরিযায়ীদের জীবনের মূল‍্য নেই? তারকাদের তোপ দাগলেন তৃণমূল সাংসদ দেব

বাংলাহান্ট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত‍্যা বা কেরলে গর্ভবতী হাতি হত‍্যা নিয়ে এখন সরগরম নেটপাড়া। মার্কিন মুলুকের বিক্ষোভ নিয়ে সরব হতে দেখা গিয়েছে এদেশের তারকাদেরও। #BlackLivesMatter হ‍্যাশট‍্যাগ দিয়ে প্রতিবাদে গলা মিলিয়েছেন তাঁরা। অথচ এখনও পর্যন্ত যে পরিযায়ী শ্রমিকরা (migrant workers) মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরছে তাদের প্রসঙ্গে আশ্চর্যজনক ভাবে চুপ অধিকাংশ তারকা।
এবার এই নিয়েই সরব হলেন তৃণমূল (tmc) সাংসদ তথা অভিনেতা দেব (dev)। ইনস্টাগ্রামে একটি বড়সড় পোস্টের মাধ‍্যমে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। দেব লেখেন, ‘আমি লক্ষ‍্য করছি বহু ভারতীয় তারকা কৃষ্ণাঙ্গ হত‍্যার প্রতিবাদ করছেন। এমনকি হাতি হত‍্যার বিরুদ্ধেও সরব হতে দেখা গিয়েছে তাঁদের। আমি দুটো বিষয়কেই শ্রদ্ধা করি।

IMG 20200607 112515
এরপর দেব লেখেন, ‘কিন্তু পরিযায়ী শ্রমিকরা যখন রোদের মধ‍্যে, পায়ের চামড়া তুলে, শুধুমাত্র একটা জলের বোতল সঙ্গী করে এক রাজ‍্য থেকে অপর রাজ‍্যে হেঁটে যাচ্ছিলেন তখন কেন ট্রেন্ডিং হ‍্যাশট‍্যাগ বা প্রতিবাদের একটা লাইনও চোখে পড়ল না। বিশ্রাম নিতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে তারা। তাদের জীবনের দাম নেই? সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করা সহজ, সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন তোলা সহজ নয়।’

https://www.instagram.com/p/CBDrlZijIsk/?igshid=5ccx44j1t10o

দেবের এই পোস্টের পরেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে নেটিজেনরা। সাহসিকতার সঙ্গে সঠিক কথাটা বলার দম সবার থাকে না, অনেকেই স্বীকার করেছেন এই কথা। তুমুল ভাইরাল হয়েছে দেবের এই পোস্ট।
প্রঙ্গত, সম্প্রতি ভারত নেপাল সীমান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনেন দেব। মাত্র ১২ ঘন্টার মধ‍্যেই ৩৬ জন শ্রমিককে ফিরিয়ে আনা হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর