অষ্টমীর রাতে গ্রেফতার কমলেশ্বর, রাজনীতি ভুলে গোপনে পরিচালকের পাশে থাকার বার্তা সাংসদ দেবের

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজোর মধ‍্যেই শহরে এক চাঞ্চল‍্যক‍র ঘটনায় নিন্দার ঢেউ টলি ইন্ডাস্ট্রিতে। বামেদের বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদে অষ্টমীর সন্ধ‍্যায় এক কর্মসূচীতে যোগ দিয়েছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ‍্যায় (Kamaleshwar Mukherjee)। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। ঘটনার তীব্র নিন্দা করে পরিচালকের পক্ষে সরব হয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক ব‍্যক্তিত্ব। তালিকায় রয়েছে রাজ‍্যের শাসক দলের সাংসদ তথা অভিনেতা দেবের (Dev) নামও।

না, তিনি সোশ‍্যাল মিডিয়ায় বার্তা দেননি। সরাসরি ফোন করেছিলেন কমলেশ্বর মুখোপাধ‍্যায়কে‌। একথা পরিচালক নিজেই জানিয়েছেন সংবাদ মাধ‍্যমকে। কমলেশ্বর জানান, দেব নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুরো ঘটনা শুনে তাঁর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। উল্লেখ‍্য, কমলেশ্বরের পরিচালনাতেই ‘চাঁদের পাহাড়’, ‘আমাজন অভিযান’ এর মতো ছবিতে অভিনয় করেছিলেন দেব।

Dev tmc
কৌশিক গঙ্গোপাধ‍্যায়, আবির চট্টোপাধ‍্যায়, সৃজিত মুখোপাধ‍্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়ের মতো একাধিক তারকা গ্রেফতারির ঘটনায় নিন্দায় সরব হয়েছেন। কমলেশ্বর জানান, ব‍্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে পরিচয় রয়েছে এমন অনেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন, পাশে থাকার কথা বলেছেন। তাঁরা নিজেদের নাম প্রকাশ‍্যে আনতে চান না।

পুজোর মধ‍্যে খোলা বামেদের বইয়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগে রাসবিহারী অ্যাভিনিউ এবং প্রতাপাদিত‍্য রোডের সংযোগস্থলে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছিল বামেরা।

কিন্তু কর্মসূচী শুরু হওয়ার আগেই বাধা দেয় পুলিস। বেআইনি জমায়েতে লোক এবং যান চলাচলে সমস‍্যা হচ্ছে বলে অভিযোগ করে ঘটনাস্থল থেকে পুলিসের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় কমলেশ্বর মুখোপাধ‍্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য, কল্লোল মজুমদার সহ অন‍্যদের। আটক করে লালবাজারে নিয়ে যাওয়ার পরে তাঁদের গ্রেফতার করা হয় বলে খবর।

Kamaleshwar
ঘটনার প্রতিবাদে সরব হন পরিচালক সৃজিত মুখোপাধ‍্যায়। টুইটে তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, ‘বইকে ভয়? বইকে? কমলেশ্বর মুখোপাধ‍্যায়কে গ্রেফতারির ঘটনার নিন্দা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার সঙ্গে আছি কমলদা, যাই হয়ে যাক না কেন।’ টুইট করেছেন অভিনেতা আবির চট্টোপাধ‍্যায়ও।

তিনি লিখেছেন, ‘আমরা তোমাকে ভালবাসি কমল দা আর তোমাকে নিয়ে গর্বিত। তোমার সঙ্গে আছি।’ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লিখেছেন, ‘জানতাম তোদের বই তে ভয়!! তাবলে প্রমাণ দিবি?? হে আপদ কি জানি তোদের কত দিন বইতে হয়!’


Niranjana Nag

সম্পর্কিত খবর