টলিউডে ‘অসাধ্য সাধন’, ৯ বছর পর ফিরছে দেব-শুভশ্রী জুটি! প্রকাশ্যে ‘ধূমকেতু’র মুক্তির তারিখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ার একসময়ের অতি জনপ্রিয় জুটি। তাঁরা একসঙ্গে পর্দায় থাকা মানেই সে ছবি হিট হবেই, তা ছিল জানা কথা। কথা হচ্ছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে। ইন্ডাস্ট্রির সুপারহিট জুটি ছিলেন তাঁরা। মাঝে অবশ্য আচমকা ঝড়ে ওলটপালট হয়ে যায় সবকিছু। আলাদা হয়ে যান দেব শুভশ্রী। মাঝে পড়ে আটকে যায় জুটির শেষ ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)। দীর্ঘ নয় বছর কেটে গেলেও এই ছবির মুক্তি নিয়ে কোনো সবুজ সংকেত মেলেনি।

মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রীর ধূমকেতু (Dhumketu)

জানা যায়, অনস্ক্রিন তথা অফস্ক্রিন জুটি হিসেবে দেব শুভশ্রীর শেষ ছবি এটাই। মাঝে বেশ কয়েকবার এই ছবির মুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু কোনো না কোনো কারণে আর মুক্তির আলো দেখা হয়নি ধূমকেতুর (Dhumketu)। কোনো রিয়েলিটি শোতে এসে ছবির মুক্তির নিয়ে হয়তো প্রশ্ন তুলতে দেখা গিয়েছে শুভশ্রীকে। আবার কখনো এ বিষয়ে আক্ষেপ করেছেন দেব। কানাঘুষো শোনা যায়, প্রযোজকের সঙ্গে দেবের কোনো বিবাদের জেরেই এতদিন ধরে আটকে ছিল ধূমকেতুর (Dhumketu) মুক্তি।

Dev subhashree duo dhumketu movie is going to release soon

প্রকাশ্যে ছবি মুক্তির তারিখ: এর মধ্যেই টলিপাড়ায় এল চাঞ্চল্যকর খবর। অবশেষে নাকি কেটে গিয়েছে সমস্ত জট। দেব শুভশ্রী জুটির অনুরাগীদের মুখে চওড়া হাসি ফুটিয়ে প্রকাশ্যে এল ধূমকেতুর (Dhumketu) মুক্তির তারিখ। প্রযোজক রানা সরকারের ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই দেবের প্রযোজনা সংস্থার তরফে সামনে আনা হল ধূমকেতু ছবির মুক্তির তারিখ।

আরো পড়ুন : বাংলা থেকে বোসের বিদায়! নতুন রাজ্যপাল হচ্ছেন সুপ্রিম কোর্টের ‘বিতর্কিত’ প্রাক্তন বিচারপতি বেলা ত্রিবেদী?

কী লেখেন রানা সরকার: ২২ মে রানা সরকার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে লেখা হয়, ‘ধূমকেতু নিয়ে অঙ্ক কষার দিন কি শেষ? ধূমকেতু রিলিজের আগে ‘অঙ্ক কি কঠিন’ রিলিজ হচ্ছে কাল। ধুমকেতুর অঙ্ক সহজ হবে যদি সবাই সিনেমা হলে গিয়ে #অঙ্ককিকঠিন সিনেমাটা দেখেন। শেষ ভালো যার, সব ভালো তার’। সেই থেকেই ছিল জল্পনা।

আরো পড়ুন : খাতাই খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপি

অবশেষে ২৩ মে দেবের প্রযোজনা সংস্থার তরফে সামনে আনা হয়েছে ধূমকেতুর (Dhumketu) মুক্তির তারিখ। ছবির পোস্টার শেয়ার করে জানানো হয় আগামী ১৪ ই অগাস্ট মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য, ২০১৬ সালেই শেষ হয়ে গিয়েছিল ছবির শুটিং। অবশেষে দীর্ঘ ৯ বছর পর আবারও পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন দেব শুভশ্রী।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X